শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১ || ০৯ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চলে গেলেন নাট্যকার, নির্মাতা, অভিনেতা কায়েস চৌধুরী

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট

২১:৫২, ২১ অক্টোবর ২০২১

আপডেট: ০০:৫২, ২২ অক্টোবর ২০২১

২২৯৮

চলে গেলেন নাট্যকার, নির্মাতা, অভিনেতা কায়েস চৌধুরী

নাট্যকার, নির্মাতা, অভিনেতা, চিত্রগ্রাহক ও শিক্ষক কায়েস চৌধুরী মারা গেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নিজের বাসায় মৃত্যুবরণ করেন তিনি।

কায়েস চৌধুরীর খালাতো ভাই অভিনেতা আবদুল বারিক মুকুল অপরাজেয় বাংলাকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আবদুল বারিক মুকুল জানান, কায়েস চৌধুরী কিডনি সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার ইবনে সিনায় ডায়ালাইসিসও করাতে যান তিনি। সেখান থেকে বাসায় ফেরার পর তার মৃত্যু হয়।

ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর জানিয়েছেন, শুক্রবার (২২ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১ পর্যন্ত শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য কায়েস চৌধুরীর মরদেহ শিল্পকলা একাডেমিতে রাখা হবে। এরপর বাদ জুম্মা ধানমণ্ডি ১২/এ  তাকওয়া জামে মসজিদে জানাজা  হবে। তারপর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে তাকে।

কায়েস চৌধুরী অসংখ্য নাটকে অভিনয় করেছেন। নির্মাণও করেছেন বেশ কিছু নাটক। অভিনয় করেছেন কৃষ্ণপক্ষ, পদ্মাপুরাণসহ বেশ কিছু চলচ্চিত্রে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank