সোমবার   ০৪ নভেম্বর ২০২৪ || ২০ কার্তিক ১৪৩১ || ২৯ রবিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চলে গেলেন বরেণ্য কন্ঠশিল্পী ফকির আলমগীর

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট

২৩:২৫, ২৩ জুলাই ২০২১

আপডেট: ০০:৩২, ২৪ জুলাই ২০২১

১৩৬১

চলে গেলেন বরেণ্য কন্ঠশিল্পী ফকির আলমগীর

বরেণ্য গণসংগীতশিল্পী ফকির আলমগীর মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ছেলে মাশুক আলমগীর রাজীব। 

**তিনি উজ্জীবিত করতেন গণমানুষকে

**গণসংগীতকে জনপ্রিয় করে তুলতে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে

তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি করোনাক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ফকির আলমগীরের ছেলে মাশুক আলমগীর রাজীব জানিয়েছেন, শুক্রবার (২৩ জুলাই) রাত ১০টার দিকে কোভিড ইউনিটে ভেন্টিলেশনে থাকা অবস্থায় ফকির আলমগীরের হার্ট অ্যাটাক হয়। এরপর রাত ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন ডাক্তার।

এর আগে অসুস্থতা নিয়ে রাজধানীর একটি হাসাপাতালে ভর্তি হন ফকির আলমগীর। সেখানে পরীক্ষার পর তার করোনা ধরা পরে। এরপর পরিস্থিতির অবনতি হলে ১৮ জুলাই তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি লাইফ সাপোর্টেই ছিলেন।

ফকির আলমগীর ক্রান্তি শিল্পী গোষ্ঠী ও গণশিল্পী গোষ্ঠীর সদস্য হিসেবে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে যোগ দেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে তিনি যোগ দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে।

ফকির আলমগীর ঋষিজ শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা। ১৯৯৯ সালে সংগীতে অসামান্য অবদানের জন্যে তাকে একুশে পদক দেওয়া হয়।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank