শুক্রবার   ০২ জানুয়ারি ২০২৬ || ১৯ পৌষ ১৪৩২ || ১১ রজব ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বাবা হারালেন তাহসান

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১২:০৮, ১৩ এপ্রিল ২০২৩

৭২৫

বাবা হারালেন তাহসান

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের বাবা সানাউর রহমান খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বুধবার রাত ৮টার দিকে নিজ বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা শিহাব শাহিন বলেন। এ ছাড়া নিজের বাবার মৃত্যুর বিষয়টি একাদিক সংবাদমাধ্যমে নিশ্চিত করে তাহসান বলেন, ‘রাতে হঠাৎ করেই বাবার শরীর বেশি খারাপ হয়ে যায়। এরপর হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিতে নিতেই বাবা চলে গেলেন। বাবার জন্য সবাই দোয়া করবেন। তার দাফনের বিষয়ে পরে জানানো হবে।’

গত ফেব্রুয়ারিতে শারীরিক অবস্থার অবনতি হলে এই অভিনেতার বাবাকে রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)–তে রাখা হয়েছিল। এরপর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বাসায় নেওয়া হয়।

তাহসানের স্বজনরা জানিয়েছেন, সানাউর রহমান খান দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। বুধবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank