মা হলেন সংগীতশিল্পী পুতুল
মা হলেন সংগীতশিল্পী পুতুল
![]() |
কন্যা সন্তানের মা হলেন ‘ক্লোজআপ ওয়ান’ তারকা সাজিয়া সুলতানা পুতুল।
গতকাল সোমবার (২০ জুন) রাতে রাজধানী একটি বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন তিনি।
পুতুল তার সন্তানের নাম রেখেছেন হারমনি সৈয়দা গীতলীনা। বর্তমানে মা ও শিশু দুজনই সুস্থ আছে।
গায়িকা নিজেই মা হওয়ার সুখবরটি নিশ্চিত করেছেন।
পুতুল বলেন, ‘আমার মেয়ে জন্মাবার কথা ছিল আরও অন্তত তিন সপ্তাহ পর। মানসিক শারীরিক আবেগিক আর মনস্তাত্ত্বিক প্রস্তুতিটুকু সেই সময়কে মাথায় রেখে। অথচ শেষ রাতে, পৃথিবীর আলো ফুটবার আগেই, টের পেতে থাকলাম অপেক্ষা করতে সে আর রাজি নয় মোটেই! পৃথিবীর আলোয় আসতে তার প্রস্তুতি আমার চেয়ে বেশি! সময়য়ের আগেই জন্ম নিলো আমার কন্যা গীতলীনা!’
তিনি আরও যোগ করেন, ‘জীবনে তার কাজের ভিতর দিয়ে নিজেকেও যেনো প্রমাণ করতে পারে সময়ের-চেয়ে-এগিয়ে-থাকা একজন মানুষ হিশেবে, সেই প্রার্থনা আর আশীর্বাদ রাখবেন সবাই। আর সৃষ্টিকর্তা যেভাবে আমাকে আশীর্বাদপুষ্ট রেখেছেন আর করে চলেছেন সবকিছু দিয়ে সমস্ত কিছু দিয়ে, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ব্যর্থ প্রয়াস আমার সব গান আর লেখালিখি, আজীবন আমৃত্যু।’
উল্লেখ্য, ‘ক্লোজআপ ওয়ান : তোমাকেই খুঁজছে বাংলাদেশ-২০০৬’ প্রতিযোগিতা থেকে উঠে আসেন ফেনীর মেয়ে পুতুল। তার স্বামী সৈয়দ রেজা আলী। তিনিও একজন মিউজিশিয়ান। গত বছরের ১৪ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। এবার তাদের ঘর আলোকিত করে এল নতুন মানুষ। সুরের ভুবনের নিবেদিত দুই প্রাণ পুতুল-রেজা নিজেদের প্রথম সন্তানের নামও রেখেছেন সংগীতের সঙ্গে মিল রেখে-হারমনি সৈয়দা গীতলীনা।

আরও পড়ুন
- মিয়া খলিফার নতুন ভিডিও ভাইরাল
- চুইংগামের পোশাক পরলেন উরফি জাভেদ
- ২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা
- বিয়ে করলেন শমী কায়সার
- স্মরণে সত্যজিৎ
- গোপনে বিচ্ছেদ, নতুন বিয়ে দুটোই সারলেন ইভা রহমান
- তিনি উজ্জীবিত করতেন গণমানুষকে
- মিনা পাল থেকে ‘কবরী’ রূপে আত্মপ্রকাশের গল্প
- অস্কার পুরস্কার ২০২২ : এক নজরে বিজয়ীরা
- মজিবুর রহমান দিলু
স্যালুট আপনাকে হে জীবন ও মুক্তির যোদ্ধা!