বুধবার   ০৭ জানুয়ারি ২০২৬ || ২৪ পৌষ ১৪৩২ || ১৬ রজব ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চাঁদ রাতে না ফেরার দলের ‘এই রাত’

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৭:২৭, ৩০ এপ্রিল ২০২২

আপডেট: ১৭:৩১, ৩০ এপ্রিল ২০২২

১৪০২

চাঁদ রাতে না ফেরার দলের ‘এই রাত’

নতুন ব্যান্ড ‘না ফেরার দল’ নিয়ে আসছে ‘বাজে স্বভাব’ খ্যাত শিল্পী রেহান রাসুল। সঙ্গে থাকছেন ব্যান্ডের আরেক গায়ক এবং গীতিকার খাজা মারুফ মাহমুদ। 

চাঁদ রাতে ব্যান্ডের অফিসিয়াল ফেইসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে গানটি। ‘এই রাত’ নামে গানটি লিখেছেন ও সুর করেছেন খাজা মারুফ মাহমুদ ও মেজবাউল ফেরদৌস হাবিব।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত গানটির টিজার ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। গত বছর মুক্তি পাওয়া নেটওর্য়াকের বাইরে সিনেমায়, রূপকথার জগতে শিরোনামে গান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা পান শিল্পী রেহান রাসুল।

বেশ অনেক বছর যাবত ব্যান্ড না ফেরার দল গান নিয়ে কাজ করলেও, এই প্রথম তাদের গান রিলিজ হচ্ছে। 

গানটি সম্পর্কে ব্যান্ড সদস্যরা জানান, প্রায় একযুগ আগে এই গানটির কথা ও সুর করা হয়, তবে নানা ব্যস্ততার কারণে গানটি রিলিজ করা হচ্ছিল না।

তবে এবার বন্ধুদের এই ব্যান্ড দলের আবেগ ও অনুভুতিকে শ্রোতাদের সঙ্গে ভাগাভাগি করতে গানটিকে রিলিজ করা হচ্ছে। এই রাতের পর আরো কিছু গান রিলিজের প্রস্তুতি নিচ্ছে ব্যান্ড- ‘না ফেরার দল’।

স্বনামধন্য নির্মাতা প্রতিষ্ঠান ফায়ারফ্লাইসের ব্যানারে ‘এই রাত’ গানটির ভিডিও নির্মাণ করেছেন নির্মাতা মহিম চৌধুরী অনন্ত।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank