ইশতিয়াকের লেখা গানে কণ্ঠ দিলেন ঊষা উত্থুপ
ইশতিয়াকের লেখা গানে কণ্ঠ দিলেন ঊষা উত্থুপ
![]() |
বিভিন্ন ভাষায় গান গেয়ে নিজেকে কিংবদন্তির কাতারে নিয়ে গেছেন ভারতীয় কণ্ঠশিল্পী ঊষা উত্থুপ। পেয়েছেন দেশটির অন্যতম রাষ্ট্রীয় সম্মাননা পদ্মশ্রী। গুণী এই গায়িকা এবার কণ্ঠ দিলেন বাংলাদেশি লেখক-গীতিকার ইশতিয়াক আহমেদের লেখা গানে। বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে শিগগিরই গানটি প্রকাশিত হবে।
‘হেরে যাওয়া মানে ভেঙে পড়া নয় আবার উঠে দাঁড়াও/ নতুন পথকে চিনতে আবার পা দুখানি বাড়াও।' এমন কথার গানটির সুর ও সঙ্গীত আয়োজন করেছেন শুভজিৎ রায়। ভারতীয় প্রতিষ্ঠান ভিস্টেজের জন্য তৈরি হয়েছে গানটি। প্রযোজনায় তালাশ মিডিয়া।
প্রতিষ্ঠানটির কর্ণধার হীরক দাশগুপ্ত বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকে এই গানটি আমরা করেছি। এটা প্রথমে এপার বাংলা এবং ওপার বাংলার জন্য করলেও পরে সেটাকে আরও বিস্তৃত করি। তাই বাংলার পাশাপাশি আমরা এর একটা হিন্দি ভার্সনও করেছি। যে কারণে গানটির জন্য আমরা সর্বভারতীয় কন্ঠশিল্পী ঊষা দি’কে বেছে নিয়েছি।’
এ গানে কণ্ঠ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন উষা উত্থুপও। তিনি বলেন, ‘অসাধারণ একটি কাজ হয়েছে। আমি নিজেও খুব আনন্দিত এমন একটি কাজের সঙ্গে থাকতে পেরে।’
অন্যদিকে গীতিকার ইশতিয়াক আহমেদ বলেন, ‘ঊষা উত্থুপের মতো একজন বরেণ্য শিল্পীর জন্য লিখতে পেরেছি, এটা অবশ্যই বড় প্রাপ্তি। আশা করছি গানটির কথা সবার মাঝে ছড়িয়ে যাবে।’
আরও পড়ুন
- মিয়া খলিফার নতুন ভিডিও ভাইরাল
- চুইংগামের পোশাক পরলেন উরফি জাভেদ
- ২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা
- বিয়ে করলেন শমী কায়সার
- স্মরণে সত্যজিৎ
- গোপনে বিচ্ছেদ, নতুন বিয়ে দুটোই সারলেন ইভা রহমান
- তিনি উজ্জীবিত করতেন গণমানুষকে
- মিনা পাল থেকে ‘কবরী’ রূপে আত্মপ্রকাশের গল্প
- অস্কার পুরস্কার ২০২২ : এক নজরে বিজয়ীরা
- মজিবুর রহমান দিলু
স্যালুট আপনাকে হে জীবন ও মুক্তির যোদ্ধা!
















