বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১ || ১৪ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের নিয়ে সেরা ৩ সিনেমা

বিনোদন ডেস্ক

১৭:৫২, ৩ নভেম্বর ২০২০

আপডেট: ২৩:৫৬, ৩ নভেম্বর ২০২০

১৩৮৮

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের নিয়ে সেরা ৩ সিনেমা

আব্রাহাম লিংকনের চরিত্রে ড্যানিয়েল ডে লুইস
আব্রাহাম লিংকনের চরিত্রে ড্যানিয়েল ডে লুইস

বহুল প্রত্যাশিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন মঙ্গলবার (৩ নভেম্বর)। বিশ্ববাসীর নজর এখন সেদিকে। কে হচ্ছেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট? রক্ষণশীল ডোনাল্ড ট্রাম্প নাকি উদারপন্থী জো বাইডেন? এ নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই?

আকাঙ্ক্ষিত ইউএস প্রেসিডেন্ট নির্বাচন নাড়া দিয়েছে শোবিজ অঙ্গনেও। মার্কিন প্রেসিডেন্টদের নিয়ে নির্মিত সিনেমার হালহকিকত জানতে অধীর আগ্রহী সিনেপ্রেমীরা। তাদের কৌতুহলী মনের চাহিদা নিবৃত্ত করতেই এ আয়োজন।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের জীবনী নিয়ে দেশে-বিদেশে বহু ছবি তৈরি হয়েছে। তাদের ওপর নির্মিত অসংখ্য ছবি ব্যবসাসফল হয়েছে। তারমধ্যে হলিউডের সেলুলয়েডের ফিতায় গাঁথা সেরা ৩ ছবি নিয়ে থাকছে কিছু তথ্য।

লিঙ্কন
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনকে নিয়ে নির্মিত ছবিটিই এখন পর্যন্ত সবচেয়ে সফল। এটি বক্স অফিসে রীতিমতো ঝড় তোলে। আয় করে ২৭৫.৩ মিলিয়ন মার্কিন ডলার। ছবিটি ২০১২ সালে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এটি প্রযোজনার পাশাপাশি পরিচালনা করেন হলিউডের জগতবিখ্যাত পরিচালক স্টিভেন স্পিলবার্গ। এতে অভিনয় করেন খ্যাতনামা ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল ডে লুইস। লিঙ্কনের চরিত্রে তার সাবলীল অভিনয় দর্শকহৃদয় ছুঁয়ে যায়।

নিক্সন 
বিংশ শতাব্দীর অন্যতম বিতর্কিত মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন। তার ক্যারিয়ার ছিল নানা স্ক্যান্ডালে ভরা। ১৯৯৫ সালে তাকে নিয়ে সিনেমা নির্মিত হয়। সিনে দুনিয়ায় সাড়া জাগানো ছবিটি পরিচালনা করেন প্রখ্যাত হলিউডি পরিচালক অলিভার স্টোন। তাতে অভিনয় করেন তখনকার সুপারস্টার অ্যান্থনি হপকিন্স। নিক্সনের চরিত্রে তার মনোমুগ্ধকর অভিনয়ে বুঁদ ছিলেন দর্শকরা। ছবিটি ১৩.৭ মিলিয়ন ডলার ঘরে তোলে। তখনকার সময় অনুযায়ী তা অনেক।

ডব্লিউ
নিক্সনের সাফল্যের ধারাবাহিকতায় ২০০৮ সালে ডব্লিউ নির্মাণ করেন অলিভার স্টোন। জর্জ ডব্লিউ বুশের জীবনী ও রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে এটি তৈরি করেন তিনি। এতে অভিনয় করেন স্ট্যানলি উইজার। বুশের চরিত্রে তার প্রাণবন্ত উপস্থাপনা হলগুলোতে দর্শক মাতায়। ছবিটি বক্স অফিসে তোলে ২৯.৫ মিলিয়ন ইউএস ডলার।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank