বুধবার   ০৮ মে ২০২৪ || ২৪ বৈশাখ ১৪৩১ || ২৭ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বরেণ্য চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান মারা গেছেন

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৯:৩৬, ১৩ সেপ্টেম্বর ২০২৩

৬০৯

বরেণ্য চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান মারা গেছেন

ঢাকাই সিনেমার বরেণ্য পরিচালক সোহানুর রহমান সোহান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার সন্ধ্যায় নিজ বাসায় ঘুমের মধ্যে তার মৃত্যু হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রযোজক খোরশেদ আলম খসরু।

মাত্র ২৪ ঘণ্টা আগে গতকাল মঙ্গলবার ব্রেইন স্ট্রোকে মৃত্যুবরণ করেন তার স্ত্রী। স্ত্রীকে টাঙ্গাইলে দাফন করে আজ উত্তরার নিজের বাসায় ফেরার পর ঘুমিয়ে পড়েন। দীর্ঘ সময় তার সাড়া না পেলে পরিবারের লোকজন দ্রুত তাকে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

প্রসঙ্গত, গুণীনির্মাতা শিবলি সাদিকের সহকারী হিসেবে চলচ্চিত্র জীবন শুরু করেন সোহানুর রহমান সোহান। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘বিশ্বাস অবিশ্বাস’। এরপর ‘কেয়ামত থেকে কেয়ামত’ সি‌নেমা দিয়ে তুমুল জনপ্রিয়তা পান। তার এই ছবি দিয়েই অভিষেক ঘটে ঢাকাই ছবির তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ ও প্রিয়দর্শিনী মৌসুমীর। সময়ের সেরা নায়ক শাকিব খানও তার ছবি দিয়েই রূপালি পর্দায় পা রাখেন।  তারই পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ ছবির মাধ্যমে সিনেমায় অভিষেক ঘটে শাকিবের।  

তার উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো- কেয়ামত থেকে কেয়ামত, স্বজন, আমার ঘর আমার বেহেশত, অনন্ত ভালবাসা।

সোহানুর রহমান সোহান বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে টানা দুবার মহাসচিব এবং দুবার সভাপতির দায়িত্ব পালন করেছেন। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank