মুক্তি পেল ‘ফারাজ’, আটকে রইল ‘শনিবার বিকেল’
মুক্তি পেল ‘ফারাজ’, আটকে রইল ‘শনিবার বিকেল’
ঢাকার হোলি আর্টিজানের সন্ত্রাসী হামলার ঘটনা নিয়ে হিন্দি সিনেমা ‘ফারাজ’ ভারতের মুক্তি পেয়েছে আজ। হংসল মেহতা পরিচালিত ছবিটি ভারতজুড়ে ১০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
অন্যদিকে একই ঘটনা নিয়ে নির্মিত মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ আটকে রয়েছে সেন্সরবোর্ডে। এর আগে ছবিটির নির্মাতা ফারাজ এর এক ঘণ্টা আগে হলেও ‘শনিবার বিকেল’ মুক্তি দেওয়ার কথা বললেও মুক্তি পায়নি ছবিটি।
এর আগে ‘ফারাজ’ মুক্তির স্থগিতাদেশ চেয়ে আদালাতে রিট করা হয়। গতকাল দিল্লি হাইকোর্ট ছবিটির মুক্তি স্থগিত চেয়ে করা আবেদন বাতিল করে দিয়ে মুক্তির অনুমতি দেয়।
‘ফারাজ’ এ নাম ভূমিকায় অভিনয় করেছেন কারিনা কাপুরের চাচাতো ভাই জাহান কাপুর। পরেশ রাওয়ালের ছেলে আদিত্য রাওয়াল এ সিনেমায় অভিনয় করেছেন। এটি তাদের অভিষেক চলচ্চিত্র। ‘ফারাজ’ সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আমির আলী, জুহি বব্বর, শচিন লালওয়ানি, পলক লালওয়ানি, রেশম সাহানি প্রমুখ।
নির্মাতা মোস্তফা সারওয়ার ফারুকি বলেন, ‘আমি এখন অদৃশ্য কারণে সেন্সর বোর্ডের ছাড়পত্র হাতে পাইনি। তাই আজ (শুক্রবার) ‘শনিবার বিকেল’ মুক্তি দেওয়া যাচ্ছে না। এদিকে, ‘শনিবার বিকেল’ সিনেমাটি কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার লাভ করলেও এখনো দেশের দর্শক দেখতে পারেননি। কারণ দীর্ঘদিন ধরে সেন্সর বোর্ডে আটকে আছে সিনেমাটি। সম্প্রতি আপিল বোর্ডের শর্ত সাপেক্ষে সিনেমাটি মুক্তির কথা শোনা গিয়েছিল।
আরও পড়ুন
জনপ্রিয়
- চুইংগামের পোশাক পরলেন উরফি জাভেদ
- ২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা
- বিয়ে করলেন শমী কায়সার
- মিয়া খলিফার নতুন ভিডিও ভাইরাল
- স্মরণে সত্যজিৎ
- তিনি উজ্জীবিত করতেন গণমানুষকে
- গোপনে বিচ্ছেদ, নতুন বিয়ে দুটোই সারলেন ইভা রহমান
- মিনা পাল থেকে ‘কবরী’ রূপে আত্মপ্রকাশের গল্প
- অস্কার পুরস্কার ২০২২ : এক নজরে বিজয়ীরা
- মজিবুর রহমান দিলু
স্যালুট আপনাকে হে জীবন ও মুক্তির যোদ্ধা!