শুক্রবার   ২৯ সেপ্টেম্বর ২০২৩ || ১৪ আশ্বিন ১৪৩০ || ১২ রবিউল আউয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

‘বাংলা সিনেমার নয়, নিজের মাথায় ছাতা ধরছি!’

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৭:০৬, ১৯ জুলাই ২০২২

৮১০

‘বাংলা সিনেমার নয়, নিজের মাথায় ছাতা ধরছি!’

ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। সম্প্রতি তার অভিনীত ‘শ্রীমতি’ সিনেমাটি মুক্তি পেয়েছে। সিনেমাটির প্রচারের জন্য বিভিন্ন জায়গায় যেমন ছুটে বেড়াচ্ছেন; তেমনি সোশ্যাল মিডিয়াকে প্রচারের কাজে ব্যবহার করছেন। কিন্তু এ নিয়েও কটাক্ষের মুখে পড়েছেন এই অভিনেত্রী।

এ নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন স্বস্তিকা মুখার্জি। এ অভিনেত্রী বলেন,‘বলিউড তারকারা নিজেদের সিনেমার প্রচার করতে সারাদেশে ঘুরে বেড়ান। শাহরুখ খানও কলকাতায় এসেছেন প্রায় তার প্রত্যেকটা সিনেমার প্রচারে। স্টেজে উঠে নাচতেও দেখেছি। আমি নিজের শহরটুকুতে ঘুরছি, কারণ এইটুকু জায়গায়ই তো, তাও কিছু প্রেক্ষাগৃহে আমরা এখনো যুদ্ধ করে টিকে আছি। সেখানে যাচ্ছি, তাতে অসুবিধাটা কোথায়?’

বাংলা সিনেমা হলে গিয়ে দেখার আহ্বান জানিয়ে স্বস্তিকা মুখার্জি বলেন, ‘বাংলা সিনেমা দেখতে আসুন, আমার মুখ দেখতে আসুন, সেলফি তোলার লোভে আসুন। এলেই তো হলো! জঘণ্য একটা সিনেমা হলে দর্শক কি ছেড়ে দিত নাকি? বাংলা সিনেমার মাথায় ছাতা ধরতে বলছি না, আমি আমার নিজের মাথায় ছাতা ধরছি।’

সংসারের চাপে নিজেকে হারিয়ে ফেলা আর হারিয়ে ফেলেও খুশি থাকা কোনো এক গৃহবধূর গল্প ‘শ্রীময়ী’ সিনেমায় বলেছেন পরিচালক অর্জুন দত্ত। এতে নাম ভূমিকায় রয়েছেন স্বস্তিকা মুখার্জি। শ্রীমতীর স্বামী অনিন্দ্যর চরিত্র রূপায়ন করেছেন সোহম চক্রবর্তী। এ ছাড়াও অভিনয় করেছেন—বারখা সেনগুপ্ত, দেবযানী বসু, তৃণা সাহা প্রমুখ।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash