বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ || ১৮ বৈশাখ ১৪৩১ || ২০ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মুম্বাইতে চিত্রায়ণ পরিদর্শনে তথ্যমন্ত্রী 

দ্রুত এগিয়ে চলছে বঙ্গবন্ধু বায়োপিকের কাজ

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৮:২৭, ৯ ফেব্রুয়ারি ২০২১

৬৫৯

মুম্বাইতে চিত্রায়ণ পরিদর্শনে তথ্যমন্ত্রী 

দ্রুত এগিয়ে চলছে বঙ্গবন্ধু বায়োপিকের কাজ

বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে শ্যাম বেনেগালের পরিচালনায় নির্মীয়মান ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের কাজ দ্রুত এগিয়ে চলছে। এ তথ্য জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার (৯ জানুয়ারি) ভারত সফররত তথ্যমন্ত্রী মুম্বাই ফিল্ম সিটিতে বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক এই চলচ্চিত্র চিত্রায়নের অগ্রগতি পরিদর্শন শেষে একথা জানান। 

হাছান মাহমুদ মুম্বাই ফিল্ম সিটিতে পৌঁছুলে মহারাষ্ট্রের স্বাস্থ্যশিক্ষা ও সংস্কৃতি মন্ত্রী অমিত দেশমুখ তাকে স্বাগত জানান। ফিল্ম সিটির ব্যবস্থাপনা পরিচালক মনীষা ভার্মা, বায়োপিকের পরিচালক শ্যাম বেনেগাল ও অভিনেতা-অভিনেত্রী আরেফিন শুভ, তিশা, নুসরাত ফারিয়া, দিলারা জামান প্রমুখসহ অন্যান্যরা তথ্যমন্ত্রীর সঙ্গে পরিদর্শন করেন। 

স্যুটিং সেটে ১৯৭১ সালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাসহ বঙ্গবন্ধু পরিবারকে ঢাকায় ধানমন্ডির যে বাড়িতে অন্তরীণ রাখা হয়েছিল, যেখানে সজীব ওয়াজেদ জয়ের জন্ম, তখনকার সেই পাকিস্তানি বাঙ্কার ও পতাকাসমেত বাড়িটি এবং আশেপাশের বাড়িগুলোর অবিকল প্রতিরূপ তৈরি করে চলচ্চিত্র চিত্রায়ণের প্রশংসা করেন ড. হাছান মাহমুদ। 

মহারাষ্ট্রের স্বাস্থ্যশিক্ষা ও সংস্কৃতি মন্ত্রী অমিত দেশমুখের সাথে বৈঠক ও বায়োপিকের সেট পরিদর্শন শেষে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, এপ্রিল মাসের মধ্যে বঙ্গবন্ধু বায়োপিকের মুম্বাই অংশের স্যুটিং শেষ হবে এবং সেপ্টেম্বরে বাংলাদেশে স্যুটিং শুরু হবে।

গত ৫ ফেব্রুয়ারি থেকে পাঁচদিনের এ সফরে তথ্যমন্ত্রী কলকাতায় তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব উদ্বোধন করেন। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) তথ্যমন্ত্রীর দেশে ফেরার কথা।

মুম্বাই ফিল্ম সিটি: বঙ্গবন্ধু বায়োপিক স্যুটিং সেটে ১৯৭১ সালে বঙ্গবন্ধুর পরিবারকে ঢাকায় ধানমন্ডির যে বাড়িতে অন্তরীণ রাখা হয়েছিল, তখনকার সেই পাকিস্তানি বাঙ্কার ও পতাকাসমেত বাড়িটির অবিকল প্রতিরূপ

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank