হাসপাতালে অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী
হাসপাতালে অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী
![]() |
গত কয়েক দিন ধরে বেশ অসুস্থ অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। বাসায় থেকে চিকিৎসা নিয়েও সুস্থ না হওয়ায় ভর্তি হতে হয় হাসপাতালে।
চিকিৎসকরা জানিয়েছেন, তনুশ্রী চক্রবর্তীর কিডনিতে সংক্রমণ ধরা পড়েছে। পুরোপুরি সুস্থ হতে আরও কিছু দিন সময় লাগবে।
এক প্রতিবেদনে হিন্দুস্তান টাইমস জানায়, ১৭ সেপ্টেম্বর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তনুশ্রীকে। অভিনেত্রীর অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর উদ্বিগ্ন অনুরাগীরা। বর্তমানে কিছু সুস্থ থাকলেও এখনও পুরোপুরি উঠে বসতে পারছেন না তিনি। নিজের অসুস্থতা নিয়ে যদিও এখনও কোনো মন্তব্য করেননি এ অভিনেত্রী। এমনকি তার ফেসবুক বা ইনস্টাগ্রামেও এ বিষয়ে কোনো আপডেট দেখা যায়নি।
তনুশ্রীর হাতে এখন একাধিক কাজ। অঞ্জন দত্তের সঙ্গে ছবি করছেন তনুশ্রী। গুঞ্জন, টলিউডের গণ্ডি পেরিয়ে এবার বলিউডেও পা রাখবেন তিনি। কাজ করবেন সানি দেওলের সঙ্গে। তবে এ বিষয়ে এখনও কিছু নিশ্চিত করে বলেননি এ অভিনেত্রী। সম্প্রতি দেব এবং জিতের প্রযোজনায় যথাক্রমে 'টনিক' এবং 'রাবণ' ছবিতে অভিনয় করেছেন তিনি।

আরও পড়ুন

জনপ্রিয়
- চুইংগামের পোশাক পরলেন উরফি জাভেদ
- বিয়ে করলেন শমী কায়সার
- মিয়া খলিফার নতুন ভিডিও ভাইরাল
- স্মরণে সত্যজিৎ
- তিনি উজ্জীবিত করতেন গণমানুষকে
- গোপনে বিচ্ছেদ, নতুন বিয়ে দুটোই সারলেন ইভা রহমান
- মিনা পাল থেকে ‘কবরী’ রূপে আত্মপ্রকাশের গল্প
- মজিবুর রহমান দিলু
স্যালুট আপনাকে হে জীবন ও মুক্তির যোদ্ধা! - অস্কার পুরস্কার ২০২২ : এক নজরে বিজয়ীরা
- আমার নাটুকে মামা ও পাতা উল্টানোর দিনগুলো