বুধবার   ২৭ সেপ্টেম্বর ২০২৩ || ১২ আশ্বিন ১৪৩০ || ১০ রবিউল আউয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

হাসপাতালে অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১২:৪৮, ২০ সেপ্টেম্বর ২০২২

৩৫৮

হাসপাতালে অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী

গত কয়েক দিন ধরে বেশ অসুস্থ অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। বাসায় থেকে চিকিৎসা নিয়েও সুস্থ না হওয়ায় ভর্তি হতে হয় হাসপাতালে।

চিকিৎসকরা জানিয়েছেন, তনুশ্রী চক্রবর্তীর কিডনিতে সংক্রমণ ধরা পড়েছে। পুরোপুরি সুস্থ হতে আরও কিছু দিন সময় লাগবে।

এক প্রতিবেদনে হিন্দুস্তান টাইমস জানায়, ১৭ সেপ্টেম্বর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তনুশ্রীকে। অভিনেত্রীর অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর উদ্বিগ্ন অনুরাগীরা। বর্তমানে কিছু সুস্থ থাকলেও এখনও পুরোপুরি উঠে বসতে পারছেন না তিনি। নিজের অসুস্থতা নিয়ে যদিও এখনও কোনো মন্তব্য করেননি এ অভিনেত্রী। এমনকি তার ফেসবুক বা ইনস্টাগ্রামেও এ বিষয়ে কোনো আপডেট দেখা যায়নি।

তনুশ্রীর হাতে এখন একাধিক কাজ। অঞ্জন দত্তের সঙ্গে ছবি করছেন তনুশ্রী। গুঞ্জন, টলিউডের গণ্ডি পেরিয়ে এবার বলিউডেও পা রাখবেন তিনি। কাজ করবেন সানি দেওলের সঙ্গে। তবে এ বিষয়ে এখনও কিছু নিশ্চিত করে বলেননি এ অভিনেত্রী। সম্প্রতি দেব এবং জিতের প্রযোজনায় যথাক্রমে 'টনিক' এবং 'রাবণ' ছবিতে অভিনয় করেছেন তিনি।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash