গুঞ্জনকে সত্যি করে বিয়ে করলেন মাহিয়া মাহি
গুঞ্জনকে সত্যি করে বিয়ে করলেন মাহিয়া মাহি
![]() |
মাহমুদ পারভেজ অপুর সঙ্গে ডিভোর্সের পর গুঞ্জন ছড়ায় রাকিব সরকার নামের গাজীপুরের এক রাজনীতিক ও ব্যবসায়ীর সঙ্গে প্রেম করছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। শোনা যায় গোপনে রাকিবকে বিয়েও করেছেন তিনি। যদিও মুখে কুলুপ এঁটে ছিলেন নায়িকা।
তবে মাহিকে রাকিবের গাড়ি উপহার দেওয়া এবং দুজনের সময় কাটানোর বিষয়টি আলোচনায় আসে।
অবশেষে গুঞ্জনই সত্যি হলো। সেই রাকিব সরকারকেই বিয়ে করলেন ঢালিউডের এই নায়িকা। আর বিয়ের ঘোষণা তিনি নিজেই দিয়েছেন।
মাহিয়া মাহি ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টায় কাবিননামায় স্বাক্ষর করার এক ছবি নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করে জানান দিলেন, তিনি বিয়ে করেছেন।
ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আজ ১৩/০৯/২১ ইং ১২.০৫ মি. আমাদের বিবাহ সম্পন্ন হলো।’ সঙ্গে যোগ করেছেন- এর আগের সব কথা আসলেই গুজব ছিলো । সবাই আমাদের জন্য দোয়া করবেন এটাই একমাত্র চাওয়া।
আগের সব খবর গুজব ছিলো দাবি করে মাহি লেখেন, ‘এর আগের সব কথা আসলেই গুজব ছিলো। সবাই আমাদের জন্য দোয়া করবেন এটাই একমাত্র চাওয়া।’

আরও পড়ুন
- মিয়া খলিফার নতুন ভিডিও ভাইরাল
- চুইংগামের পোশাক পরলেন উরফি জাভেদ
- ২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা
- বিয়ে করলেন শমী কায়সার
- স্মরণে সত্যজিৎ
- গোপনে বিচ্ছেদ, নতুন বিয়ে দুটোই সারলেন ইভা রহমান
- তিনি উজ্জীবিত করতেন গণমানুষকে
- মিনা পাল থেকে ‘কবরী’ রূপে আত্মপ্রকাশের গল্প
- অস্কার পুরস্কার ২০২২ : এক নজরে বিজয়ীরা
- মজিবুর রহমান দিলু
স্যালুট আপনাকে হে জীবন ও মুক্তির যোদ্ধা!