রোববার   ০৫ মে ২০২৪ || ২২ বৈশাখ ১৪৩১ || ২৪ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মুক্তি পেল ‘ডানকি’, সিনেমা দেখে যা বলছেন দর্শকরা

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৮:৫৪, ২১ ডিসেম্বর ২০২৩

৪১৩

মুক্তি পেল ‘ডানকি’, সিনেমা দেখে যা বলছেন দর্শকরা

অবশেষে মুক্তি পেল বলিউড বাদশাহ শাহরুখ খানের বছরের শেষ সিনেমা ‘ডানকি’। চলতি বছরেই পরপর দুইটি ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দেওয়ার পর ডানকি দিয়ে হ্যাটট্রিক করতে চলেছেন কিং খান, সেই আভাসই মিলল সিনেমা মুক্তির প্রথম প্রহরেই।

শাহরুখন খান ও রাজকুমার হিরানী জুটির প্রথম ছবি ‘ডানকি’র প্রথম শো হয়েছিল নিউজিল্যান্ডে। এরপর বৃহস্পতিবার কাক ডাকা ভোরেই ভারতের বিভিন্ন প্রদেশে মুক্তি পায় সিনেমাটি।

এদিন ভোরের আলো ফুটতেই প্রেক্ষাগৃহে হাজির হন দর্শকরা। যদিও ‘জওয়ান’ সিনেমার মতো এত আয়োজন ছিল না ‘ডানকি’ মুক্তিকে ঘিরে। এর যথেষ্ট কারণও রয়েছে।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ডিসেম্বরের ঠান্ডার কারণেই প্রেক্ষাগৃহে অনুরাগীদের উন্মাদনা ছিল কম। এক দর্শকের কথায়, ‘শীতের সকালে সব আয়োজন করা মুশকিল। আগে ছবি দেখব। তারপর সারাদিন ধরে উদযাপন তো চলবেই।’

এদিন সকাল ছয়টায় যারা ‘ডানকি’র প্রথম শো দেখেছেন তারা নিজেদের প্রতিক্রিয়া ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে জানিয়েছেন। যেখানে অধিকাংশই শাহরুখের প্রতি আবারও মুগ্ধতার কথা বলেছেন। তবে অনেকে বলেছেন শাহরুখ-তাপসীর কেমেস্ট্রি পর্দায় সেভাবে জমেনি।রাজকুমার হিরানীর সঙ্গে এটি শাহরুখের প্রথম ছবি। আর প্রথম ছবিতেই যে বড় সাফল্য আসবে তাতে কোনও সন্দেহ নেই। এর আগে রাজকুমার হিরানী আমির খানের সঙ্গে একাধিক ছবি করেছেন। সেগুলো সাফল্যও পেয়েছে। সে কারণে এই ছবিকে কেন্দ্র করে একটু বেশি আশা ছিল শাহরুখ অনুরাগীদের। ভক্তরা মনে করছেন, সেই আশা পূরণ করেছেন কিং খান।

ভোর সাড়ে ৫টা থেকে একাধিক জায়গায় ‘ডানকি’র শো শুরু হয়েছে। ছবিটি দেখার পর শাহরুখ অনুরাগীরাও তাদের উচ্ছ্বাসের কথা জানিয়েছে। কারো কারো মতে, বলিউডে এত ভালো ছবি এর আগে হয়নি। আবার অনেক সিনে বিশ্লেষক বলেছেন, স্ক্রিপ্টে দূর্বলতা রয়েছে। মদ্দ কথায়, প্রথম শো দেখার পরে মিশ্র প্রতিক্রিয়াই এসেছে ছবিটিকে ঘিরে।

প্রধানত, এক শ্রেণির ভারতীয় যাদের বিদেশে যাওয়ার মোহ থাকে তাদের নিয়েই তৈরি করা হয়েছে এই ছবি। যারা মনে করেন, বিদেশের জীবন ভালো ভারতের থেকে। কিন্তু বাস্তবে সেখানে পৌঁছে বুঝতে পারেন কতটা কঠিন জীবন। সেই গল্প নিয়েই এগিয়েছে ‘ডানকি’।

সেন্সর বোর্ড প্রথম দেখার পরেই স্ট্যান্ডিং ওভেশন দিয়েছে। চলতি বছরে গদর-২ এর পর আরও একটি দেশাত্মবোধক সিনেমা ‘ডানকি’। যেটিকে বিনোদনের মোড়কে দেশাত্মবোধের সেরা কন্টেন্ট বলে দাবি করা হয়েছে।

দর্শকরা ইতোমধ্যে দাবি করেছেন, জওয়ান-পাঠানের পর ডানকি বক্স অফিসে রেকর্ড গড়বে। ফলে এক ক্যালেন্ডারে পরপর তিনটি ব্লকবাস্টার সিনেমা উপহার দিবেন শাহরুখ।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank