রোববার   ০৩ নভেম্বর ২০২৪ || ১৮ কার্তিক ১৪৩১ || ২৭ রবিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

অভিষেকের পর এবার বিয়ের আংটি খুললেন ঐশ্বরিয়া

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৭:১৯, ৯ ডিসেম্বর ২০২৩

৫১১

অভিষেকের পর এবার বিয়ের আংটি খুললেন ঐশ্বরিয়া

অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের বিচ্ছেদ-নাটক প্রতি মুহূর্তে রঙ বদলাচ্ছে। এই যেমন কয়েকদনি আগে শোনা যাচ্ছিল, বিয়ের আংটি খুলে ফেলেছেন অভিষেক। পরে শোনা গেল একটি সিনেমার প্রিমিয়ারে একসঙ্গে ছবি তুলে দূরত্ব ভুলে কাছে এসেছেন। আবার এখন খবর পাওয়া যাচ্ছে, এবার ঐশ্বরিয়া খুলে ফেলেছেন বিয়ের আংটি।

প্রকৃতপক্ষে অভিষেক-ঐশ্বরিয়ার মধ্যে ঠিক কী হচ্ছে, তা পরিষ্কার বোঝা যাচ্ছে না। তবে এটা নিশ্চিত যে, শ্বশুরবাড়ি থেকে মেয়েকে আরাধ্যাকে নিয়ে বেরিয়ে গেছেন সাবেক এই বিশ্বসুন্দরী।

ভারতীয় গণমাধ্যমের খবর মানলে, শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতা বচ্চনের সঙ্গে দ্বন্দ্বের কারণে আলাদা থাকছেন ঐশ্বরিয়া। এখন বাবার বাড়ি থাকছেন তিনি।

এর মাঝেই বিয়ের আংটিও আঙুলে নেই অভিষেক ও ঐশ্বরিয়ার। এবার কী সত্যিই এই জুটির পথ দু-দিকে চলে যাচ্ছে? প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করতে হবে তাদের আনুষ্ঠানিক বিবৃতি দেওয়ার আগ পর্যন্ত।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank