রোববার   ০৫ মে ২০২৪ || ২১ বৈশাখ ১৪৩১ || ২৩ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নিকিতা গান্ধীর কনসার্টে পদদলিত হয়ে নিহত ৪ শিক্ষার্থী

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৩:২৬, ২৬ নভেম্বর ২০২৩

৩০৭

নিকিতা গান্ধীর কনসার্টে পদদলিত হয়ে নিহত ৪ শিক্ষার্থী

ভারতের জনপ্রিয় গায়িকা নিকিতা গান্ধীর কনসার্টে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। কেরালায় প্রিয় শিল্পীর গান শুনতে গিয়ে পদদলিত হয়ে চার শিক্ষার্থী। খবর হিন্দুস্তান টাইমসের।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে। গণমাধ্যমটি জানিয়েছে, কনসার্ট চলার সময় বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এতে অন্তত ৬০ ব্যক্তি আহত হয়েছেন।

এ দিন কোচি বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ও টেকনোলজি বিভাগের উৎসব চলছিল। সেখানেই গান গাইতে যান নিকিতা। গান শুনতে প্রচুর শিক্ষার্থী হাজির হয়েছলেন। একসময় তুমুল বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তাতেই হুড়োহুড়ি পড়ে যায়। আর বেশ কয়েকজন পদপিষ্ট হন। ঘটনায় যে চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, তাদের মধ্যে দুজন মেয়ে ও দুজন ছেলে বলেই খবর।

ভিড়ের মধ্যে নাকি অন্তত ১৫ জন পড়ুয়া জ্ঞান হারিয়েছেন! কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানান, আহত পড়ুয়াদের কাছের কালামাসেরি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে ঘটনা খতিয়ে দেখবে কেরালার পুলিশ। তবে আপাতত আহত শিক্ষার্থীদের ওপরই বেশি নজর দেওয়া হচ্ছে।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank