রোববার   ০৩ নভেম্বর ২০২৪ || ১৮ কার্তিক ১৪৩১ || ২৭ রবিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রাশমিকার ভিডিও ভাইরাল, অমিতাভ বচ্চনের প্রতিবাদ

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৭:২৮, ৬ নভেম্বর ২০২৩

৫১৩

রাশমিকার ভিডিও ভাইরাল, অমিতাভ বচ্চনের প্রতিবাদ

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানা। ভারতের জাতীয় ক্রাশ বলা হয়ে থাকে তাকে। রাশমিকার সৌন্দর্য ও সুঅভিনয়ে মুদ্ধ ভক্তরা।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অভিনেত্রীর নামে একটি অশ্লীল ভিডিও ভাইরাল হয়। বিষয়টি নিয়ে নেটদুনিয়ায় আলোচনা তুঙ্গে। এবার বিষয়টি নিয়ে প্রতিবাদ করলেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন।

রাশমিকার ফেক ভিডিওটি ভারতীয় এক সাংবাদিক তার এক্সে পোস্ট করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ডিফেক ভিডিওর বিরুদ্ধে ভারতে আইন ও নিয়ন্ত্রণ কাঠামো করা জরুরি। আপনারা ইনস্টাগ্রামে অভিনেত্রী রাশমিকার এই ভাইরাল ভিডিও দেখেছেন। তবে এটি সত্যি রাশমিকা নয়, ফেক ভিডিও। জারা প্যাটেলের বডিতে রাশমিকার মুখ বসানো হয়েছে।’

ওই সাংবাদিকের বার্তা পোস্ট করে অমিতাভ লিখেছেন, ‘হ্যাঁ, এ বিষয়ে কঠিনভাবে আইনি পদক্ষেপ নেওয়া জরুরি।’ রাশমিকার ভিডিওটি নিয়ে তুমুল বিতর্ক চললেও এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি তিনি।

উল্লেখ্য, রাশমিকা অভিনীত ‘অ্যানিমেল’ সিনেমা মুক্তি পাবে সামনে। এতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন রণবীর কাপুর।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank