খাওয়ার সময়েও নেকাব খোলেন না একসময়ের বলিউড অভিনেত্রী
খাওয়ার সময়েও নেকাব খোলেন না একসময়ের বলিউড অভিনেত্রী
![]() |
নিকাব ও হিজাব পরেই খাবার খাচ্ছিলেন এক মহিলা। এক হাত দিয়ে নিকাব সরিয়ে অন্য হাত দিয়ে খাবার খাচ্ছিলেন তিনি। আর তার সেই খাবার খাওয়ার ভিডিও টুইটারে ছড়িয়ে পড়তেই শুরু হয় আলোচনা। এক টুইটার ব্যবহারকারী সেই ছবি শেয়ার করে লিখেছেন, ‘এটা কি একজন মানুষের পছন্দ?’
তার সেই টুইটটি চোখে পড়েছে একসময়ের বলিউড অভিনেত্রী জায়রা ওয়াসিমের। তিনি সেই প্রশ্নকারীর জবাবে পাল্টা লিখেছেন, ‘এইমাত্র আমি একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম। ঠিক এইভাবেই খেয়েছি। এটা সম্পূর্ণ আমার পছন্দ। এমনকি আমার চারপাশের সবাই আমাকে বকাঝকা করেন যে আমি যেন নিকাব খুলে ফেলি। তবে আমি তা করিনি।’
জায়রা ওয়াসিমের এই মতামতকে সমর্থন করেছেন তারা অনুসারীরা। তারা লিখেছেন, ‘আপনার উত্তর পছন্দ হয়েছে, সম্পূর্ণরূপে এটা আমাদের পছন্দ।’
অন্য একজন লিখেছেন, ‘কাকে কী করতে হবে এবং কী করতে হবে না তা বলা বন্ধ করুন, এটি যে যার জীবন এবং যে যার বিশ্বাস, তাই তাঁদের একা ছেড়ে দিন।’ আরও একজন লিখেছেন, ‘আল্লাহ আপনাকে আপনার ধর্ম অনুসরণ করার ক্ষমতা এবং মর্যাদা দিন। আমিন।’
প্রসঙ্গত, ২০১৯ সালের ৩০শে জুন ভক্তদের অবাক করে দিয়ে ‘দঙ্গল’, ‘সিক্রেট সুপারস্টার’ সিনেমার অভিনেত্রী জায়রা ওয়াসিম ঘোষণা করেন তিনি বিনোদন দুনিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন। তিনি আর পর্দায় কাজ করতে চান না। নিজের ধর্মের প্রতি বিশ্বাস থেকেই তার এই সিদ্ধান্ত।

আরও পড়ুন

জনপ্রিয়
- চুইংগামের পোশাক পরলেন উরফি জাভেদ
- বিয়ে করলেন শমী কায়সার
- মিয়া খলিফার নতুন ভিডিও ভাইরাল
- স্মরণে সত্যজিৎ
- তিনি উজ্জীবিত করতেন গণমানুষকে
- গোপনে বিচ্ছেদ, নতুন বিয়ে দুটোই সারলেন ইভা রহমান
- মিনা পাল থেকে ‘কবরী’ রূপে আত্মপ্রকাশের গল্প
- মজিবুর রহমান দিলু
স্যালুট আপনাকে হে জীবন ও মুক্তির যোদ্ধা! - অস্কার পুরস্কার ২০২২ : এক নজরে বিজয়ীরা
- আমার নাটুকে মামা ও পাতা উল্টানোর দিনগুলো