মঙ্গলবার   ২৮ মার্চ ২০২৩ || ১৪ চৈত্র ১৪২৯ || ০৪ রমজান ১৪৪৪

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ভক্তের আবদার মেটাতে গিয়ে বিপাকে মালাইকা

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৬:১২, ১৮ মার্চ ২০২৩

১৫১

ভক্তের আবদার মেটাতে গিয়ে বিপাকে মালাইকা

মালাইকা আরোরা বলিউডের প্রথম সারির নায়িকা নন ঠিকই, তবে তার জনপ্রিয়তা যে কোনো বড় তারকার চেয়ে কোনো অংশে কম নয়। 

তার সঙ্গে একটি সেলফির অপেক্ষায় থাকেন অগণিত ভক্ত৷ তবে সম্প্রতি এক ভক্তের সেলফির আবদার মেটাতে গিয়েই তাল কাটল। সেলফি তুলতে আসা এক ভক্তের আচরণে অস্বস্তিতে পড়ে যান বলিপাড়ার ‘মুন্নি’। ঘটনাটি ঘটেছে মুম্বাই বিমানবন্দরে।

বৃহস্পতিবার বিমানবন্দরে দেখা গেল মালাইকাকে। পরণে ছিল কালো ক্রপ টপ, ব্লু ডেনিম চোখে কালো চশমা৷ এয়ারপোর্টে মালাইকাকে দেখতে পেয়েই ঘিরে ধরেন একদল ভক্ত৷ রীতিমতো ভিড় জমতে শুরু করে তাকে ঘিরে৷ কয়েকজনের আবদার মিটিয়ে তাদের সঙ্গে সেলফিও তোলেন মালাইকা৷

কিন্তু এরপরেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়৷ সেলফির আবদার মেটাতে গিয়ে মালাইকার অনেকটাই কাছে চলে আসেন এক ভক্ত৷ অস্বস্তিতে পড়ে যান অর্জুন কাপুরের বান্ধবী৷ তাকে ‘আরাম সে’ বা ‘সামলে’ বলতে শোনা যায় তাকে৷

পাপারাৎজিরা পোস্ট করার পর থেকেই চর্চায় সেই ভিডিও৷ তবে, বেশিরভাগ ক্ষেত্রেই মালাইকাকে সমর্থন করেছেন অনেকে৷ একজন মন্তব্য করেছেন, চারপাশে চারজন পুরুষ। তাও এত কাছাকাছি, আমি সে হলে খুব ভয় পেতাম।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
BKash CA