টাকার বিনিময়ে সুকেশের প্রেমিকা হয়েছিলেন নোরা ফাতেহি
টাকার বিনিময়ে সুকেশের প্রেমিকা হয়েছিলেন নোরা ফাতেহি
![]() |
ভারতের এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের (ইডি) জিজ্ঞাসাবাদের প্রতারক সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে একের পর এক বদনাম করেছেন নোরা ফাতেহি। নিজেকে সেফ সাইডে রাখতেই এসব বলেছেন তিনি।
নোরার এ ধরনের কথা কারাগারে থাকা সুকেশের কানে। এরপর বন্দী অবস্থায় নোরাকে নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। কয়েকদিন আগে সুকেশ জানান, নোরা সবসময় জ্যাকুলিন ফার্নান্দেজকে হিংসা করতেন। এবার দাবি করলেন, তার কাছ থেকে মোটা টাকা নিয়ে মরোক্কোতে বাড়ি কিনেছেন নোরা।
তবে নোরা জানিয়েছেন, সুকেশ নাকি তাকে কথা দিয়েছিলেন বিলাসবহুল জীবন যাপনের। শর্ত একটাই ছিল, তার প্রেমিকা হয়ে থাকতে হবে তাকে।
সম্প্রতি দিল্লির পাতিয়ালা হাউজ কোর্টে প্রতারক সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে সরব হন নোরা। নিজের গোপন জবানবন্দিতে অভিনেত্রী জানান, বান্ধবী হওয়ার পরিবর্তে বিলাসবহুল গাড়ি-বাড়ির প্রতিশ্রুতি দিয়েছিল সুকেশ। পিঙ্কি ইরানির মাধ্যমে তার যোগাযোগ হয় সুকেশের সঙ্গে। তিনি চিনতেন না সুকেশকে। তার সঙ্গে কখনও সামনাসামনি আলাপ বা ব্যক্তিগত সম্পর্ক ছিল না।
সুকেশের পাল্টা দাবি, এখন নোরা গল্প বুনছেন। এসব অভিযোগ ভিত্তিহীন। আইন ও ইডির হাত থেকেই বাঁচতেই এত কিছু বলছেন তিনি।

আরও পড়ুন

জনপ্রিয়
- বিয়ে করলেন শমী কায়সার
- তিনি উজ্জীবিত করতেন গণমানুষকে
- স্মরণে সত্যজিৎ
- গোপনে বিচ্ছেদ, নতুন বিয়ে দুটোই সারলেন ইভা রহমান
- মিয়া খলিফার নতুন ভিডিও ভাইরাল
- মজিবুর রহমান দিলু
স্যালুট আপনাকে হে জীবন ও মুক্তির যোদ্ধা! - অভিনেতা মজিবুর রহমান দিলু আইসিইউ তে
- ৬ নভেম্বর ১৯৫২ - ১৯ জানুয়ারি ২০২১
জনপ্রিয় অভিনেতা বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান দিলু আর নেই - মিনা পাল থেকে ‘কবরী’ রূপে আত্মপ্রকাশের গল্প
- আমার নাটুকে মামা ও পাতা উল্টানোর দিনগুলো