মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ || ৯ পৌষ ১৪৩২ || ০১ রজব ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মফস্বলে সিনেমা হল বানাবেন সালমান

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৪:৪১, ২৩ নভেম্বর ২০২১

৭০৬

মফস্বলে সিনেমা হল বানাবেন সালমান

অভিনেতা, প্রযোজক ও গায়ক পরিচয়ের সঙ্গে নতুন শব্দ যুক্ত করতে যাচ্ছেন বলিউড সুপার স্টার সালমান খান। এবার সিনেমা হলের মালিক হতে যাচ্ছেন তিনি। 

প্রেক্ষাগৃহের নাম ‘সালমান টকিজ’। ভারতীয় সংবাদমাধ্যমকে সালমান খান জানিয়েছেন, ‘শিগগিরই অনুরাগীদের জন্য খুলে যাবে প্রেক্ষাগৃহের দরজা। করোনার জন্য কাজে বাধা পড়েছিল। কাজ এখনও চলছে। আমরা অনেক কিছুই পরিকল্পনা করে ফেলেছিলাম কিন্তু মহামারির জন্য কাজ থামিয়ে দিতে হয়। ধীরে ধীরে ছন্দে ফিরছি আমরা। সামনেই কোনো একটা সময়ে প্রেক্ষাগৃহ খুলবে।’

তবে মজার বিষয় হলো, সালমানের এসব প্রেক্ষাগৃহ শহরের বুকে নয়, প্রেক্ষাগৃহ হচ্ছে মফস্বল এবং গ্রামে। যেখানে মানুষ সহজে বিনোদন পান না, সেসব জায়গায় চলচ্চিত্রকে নিয়ে যেতে চান তিনি। 

পরিকল্পনাকে আরও মজবুত করতে নানা প্রযোজক, ডিস্ট্রিবিউটর এবং সিনেমা প্রদর্শনকারীদের সঙ্গেও দেখা করেছেন সালমান। মহারাষ্ট্র থেকে শুরু করে আরও অন্যান্য রাজ্যে প্রেক্ষাগৃহ খুলতে চান তিনি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank