সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫ || ১৪ পৌষ ১৪৩২ || ০৬ রজব ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মাকে হারালেন অক্ষয় কুমার

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৪:৪৫, ৮ সেপ্টেম্বর ২০২১

৭৮৪

মাকে হারালেন অক্ষয় কুমার

দুদিন আগেই গুরুতর অসুস্থ হয়ে আইসিইউ-তে ভর্তি হয়েছিলেন সুপারস্টার অক্ষয় কুমারের মা অরুণা ভাটিয়া। বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে না ফেরার দেশে চলে গেলেন তিনি। ভগ্ন হৃদয়ে টুইট করে সেই খবর দিয়েছেন অক্ষয় নিজে।

অক্ষয় তার টুইটারে লেখেন, “অত্যন্ত ব্যথিত মনে জানাচ্ছি, আমার মা শ্রীমতি অরুণ ভাটিয়া ইহলোক ত্যাগ করেছেন। পরপারে আমার বাবার সঙ্গে ফের মিলিত হয়েছেন। তিনি আমার সবকিছু ছিলেন। আজ অনেক ব্যথা অনুভব করছি। আপনাদের প্রার্থনা আমার পরিবারকে এই কঠিন মুহূর্ত পেরতে সাহায্য করবে, ওম শান্তি!”

সোমবারই অক্ষয় কুমার সোশ্যাল মিডিয়ায় মায়ের অসুস্থতার কথা জানান। লন্ডনে নিজের পরবর্তী ছবি ‘সিন্ড্রেলা’র শুটিং করছিলেন অক্ষয়। শুটিং বাতিল করে তড়িঘড়ি দেশে ফেরেন অভিনেতা। 

তবে তিনি দেশে ফিরলেও তার জন্য ‘সিন্ড্রেলা’র শুটিং যাতে বন্ধ না থাকে সেদিকটাও বিবেচনায় রাখছেন অক্ষয়। প্রযোজকদের কাছে আর্জি জানিয়েছেন, তাকে ছাড়া যেসব দৃশ্যের শুট করা সম্ভব, সেগুলো যেন হয়ে যায়। পরে তিনি যোগ দিয়ে নিজের অংশের শুটিং করে নেবেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank