মঙ্গলবার   ০৭ অক্টোবর ২০২৫ || ২২ আশ্বিন ১৪৩২ || ১২ রবিউস সানি ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

‘মূল দল’ ছাড়াই আসছে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক

১০:৩১, ৩০ ডিসেম্বর ২০২০

আপডেট: ১০:৪১, ৩০ ডিসেম্বর ২০২০

‘মূল দল’ ছাড়াই আসছে ওয়েস্ট ইন্ডিজ

জানুয়ারিতে বাংলাদেশ সফর উপলক্ষে টেস্ট ও ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। করোনাভীতি ও ব্যক্তিগত কারণ দেখিয়ে অনেক ক্রিকেটার সিরিজ থেকে নাম প্রত্যাহার করেছেন। ফলে ঘোষিত দলে নেই নিয়মিত একাদশের অনেক ক্রিকেটারই।

তাই বাংলাদেশের বিপক্ষে দেখা যাবে না ওয়ানডে ও টেস্ট অধিনায়ক জেসন হোল্ডার, টি-টোয়েন্টি অধিনায়ক কায়রন পোলার্ডকে। এছাড়া থাকছেন না ড্যারেন ব্রাভো, শিমরন হেটমায়ার, এভিন লুইস, শাই হোপ, নিকোলাস পুরান, রোস্টন চেজ, শেলডন কটরেল, ফাবিয়েন অ্যালেন ও শেন ডাওরিচের মতো নিয়মিত ক্রিকেটারদের। 

দুটি টেস্ট ও তিনটি ওডিআই খেলতে ১০ জানুয়ারি ঢাকায় আসার কথা ওয়েস্ট ইন্ডিজের। সিরিজ শেষ হবে ১৫ ফেব্রুয়ারি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুটি টেস্ট খেলা হবে। আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগ মাথায় রেখে ওয়ানডে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এ সিরিজ দিয়েই ২০২৩ বিশ্বকাপে খেলার অভিযান শুরু করবে তারা।

জসেন হোল্ডারের অনুপস্থিতিতে টেস্ট দলে অধিনায়কত্ব করবেন ক্রেগ বাফেট, তার সহযোগী হিসেবে থাকবেন জার্মেইন ব্লেকউড। আর ওয়ানডে দলের নেতৃত্বে থাকছেন জেসন মোহাম্মদ। তার সহযোগী সুনীল অ্যামব্রিস। 

মিরপুরে ২০ জানুয়ারিতে শুরু হবে প্রথম ওয়ানডে আর ৩০ জানুয়ারি থেকে চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট। 

ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল:

ক্রেগ ব্রাফেট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), এনক্রুমা বোনার, জন ক্যাম্পবেল, রাকিম কর্নওয়াল, জশুয়া ডি সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, কাভেম হজ, আলজারি জোসেফ, কাইল মেয়ার্স, শেন মোজলি, ভিরাস্বামী পেরমাউল, কেমার রোচ, র‌্যামন রেইফার ও জোমেল ওয়ারিক্যান।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল:

জ্যাসন মোহাম্মদ (অধিনায়ক), সুনীল অ্যামব্রিস (সহ-অধিনায়ক), এনক্রুমা বোনার, জশুয়া ডি সিলভা, জাহমার হ্যামিল্টন, চেমার হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, কাইল মেয়ার্স, আন্দ্রে ম্যাককার্থি, কিরন ওটলে, রোভম্যান পাওয়েল, র‌্যামন রেইফার, রোমারিও শেফার্ড, হেইডেন ওয়ালশ জুনিয়র।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank