সোমবার   ০৫ মে ২০২৫ || ২২ বৈশাখ ১৪৩২ || ০৫ জ্বিলকদ ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে ঢাকা-কুমিল্লা

স্পোর্টস ডেস্ক

১২:৪৮, ১৯ জানুয়ারি ২০২৪

বিপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে ঢাকা-কুমিল্লা

মিরপুরে ক্রিকেট মাঠ বিপিএল রোমাঞ্চের জন্য তৈরি। আজ শুরু হচ্ছে ঘরোয়া টি-টোয়েন্টির সবচেয়ে এই বড় টুর্নামেন্ট। মিরপুরে উদ্বোধনী ম্যাচে আজ দুপুর আড়াইটায় দুর্দান্ত ঢাকার মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

নেতৃত্ব পেয়ে শ্রেষ্ঠত্ব ধরে রাখার প্রত্যয় লিটনের। এবার নেতৃত্বে বদল এসেছে। ইমরুলকে সরিয়ে লিটনের ওপর ভরসা রেখেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। লীগের সবচেয়ে সফল দল তারা। দেশি-বিদেশির সমন্বয়ে দারুণ দল। কোচ সালাহউদ্দিনের পরিকল্পনা আর মুস্তাফিজ-হৃদয়ের মতো পরীক্ষিত পারফর্মারদের নিয়ে শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশন। উড়ন্ত শুরুর লক্ষ্য কুমিল্লার। 

দুর্দান্ত ঢাকা, নামে-ভারে পিছিয়ে। তাসকিন-শরিফুল দলের বড় তারকা। বিদেশি রিক্রুটও নামী-দামী নয়। মোসাদ্দেকের নেতৃত্বে দলীয় সমন্বয় ঢাকার মূল মন্ত্র।

সন্ধ্যায় সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ, মাশরাফীর নেতৃত্বে গেলবারের ফাইনালিস্ট ওরা। এবারো গড়েছে ভারসাম্যপূর্ণ দল। ম্যাশকে শুরু থেকে পাওয়ার আশা তাদের। 

বরবারের মতোই তরুণদের প্রাধান্য দিয়ে দল গুছিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দলের নেতৃত্বের ভার ঘরোয়া লিগের ধারাবাহিক পারফরমার শুভাগত হোম। দলীয় পারফরমেন্সে চমক দেখাতে চায় চ্যালেঞ্জার্স। 

শীতের সন্ধ্যায় ডিউ ফ্যাক্টর প্রভাব ফেলবে, টস ভাগ্য গুরুত্বপূর্ণ হবে যে কোনো দলের জন্য।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank