মঙ্গলবার   ০৬ মে ২০২৫ || ২৩ বৈশাখ ১৪৩২ || ০৬ জ্বিলকদ ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

অভিনেত্রী মৌটুসীর বাবার মৃত্যু

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৮:০৩, ১২ জানুয়ারি ২০২৪

অভিনেত্রী মৌটুসীর বাবার মৃত্যু

ছোটপর্দার অভিনেত্রী মৌটুসী বিশ্বাসের বাবা প্রফেসর ড. সৌরেন বিশ্বাস মারা গেছেন। তিনি খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

বৃহস্পতিবার মৌটুসী তার ফেসবুক আইডিতে এক পোস্টে জানান, মঙ্গলবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে তার বাবা মৃত্যুবরণ করেন।

উল্লেখ্য, ড. সৌরেন বিশ্বাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ছিলেন। এ ছাড়া তিনি বিশ্ববিদ্যালয়টির সংগীত বিভাগের প্রতিষ্ঠাতা ও বিভাগীয় সভাপতি ছিলেন। এছাড়াও চবির নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন ড. সৌরেন বিশ্বাস।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank