শুক্রবার   ০৯ মে ২০২৫ || ২৬ বৈশাখ ১৪৩২ || ০৯ জ্বিলকদ ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আবারও মা হচ্ছেন আনুশকা!

এন্টারটেইনমেন্ট ডেস্ক

২২:৫৩, ৩০ সেপ্টেম্বর ২০২৩

আবারও মা হচ্ছেন আনুশকা!

গত কয়েক মাস ধরেই বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা নিজেকে লোকচক্ষুর আড়ালেই রেখেছেন। স্বামী বিরাট কোহলির সঙ্গে ক্রিকেট সফরেও যাচ্ছেন না তিনি। এরই মাঝে খবর শোনা যাচ্ছে জনপ্রিয় এ দম্পতির ঘরে আবারও সন্তান আসতে চলেছে। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি মুম্বাইয়ের এক ক্লিনিকের বাইরে দেখা যায় বিরাট-আনুশকাকে। সেই সময়ে বিরাট নিজে ফটোসাংবাদিকদের ছবি না ছাপার অনুরোধ করেন। পাশাপাশি জানান, খুব তাড়াতাড়ি তারা আনুষ্ঠানিক ঘোষণা করবেন। তার পর থেকেই খবর রটেছে যে তিনমাসের অন্তঃসত্ত্বা আনুশকা।

সম্প্রতি নিজের বাড়িতে গণেশ পূজার অনুষ্ঠানেও শাড়িতে কিংবা ঢিলেঢালা চুড়িদারেই দেখা গিয়েছিল অভিনেত্রীকে। ক্যামেরার থেকে আড়াল রাখতেই পোশাক নির্বাচনে বাড়তি সর্তকতা আনুশকার।

২০২১ সালে মেয়ে ভামিকার জন্ম দেন অভিনেত্রী। প্রায় দু’বছর হয়ে গেল এখনও মেয়েকে সে ভাবে প্রকাশ্যে আনেননি তারা। এর মাঝে ফের খুশির খবর কোহলি পরিবারে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank