বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫ || ১৯ আষাঢ় ১৪৩২ || ০৫ মুহররম ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দেশে ফিরলেন চ্যাম্পিয়নরা

স্পোর্টস ডেস্ক

১৪:৫৭, ২৭ সেপ্টেম্বর ২০২২

দেশে ফিরলেন চ্যাম্পিয়নরা

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় তাদের বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপের টিকিট কেটেছে নিগার সুলতানার দল।

অবশ্য দেশে ফিরলেও বিশ্রাম নেওয়ার সুযোগ পাচ্ছেন না তারা। মাত্র তিনদিন পর ১ অক্টোবর থেকে শুরু হবে এশিয়া কাপ। সিলেটে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা শিরোপা ধরে রাখার মিশন নিয়ে মাঠে নামবেন। দুইদিন বিশ্রাম নিয়ে আগামী ২৯ সেপ্টেম্বর তারা সিলেটে যাবেন।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। সবগুলো ম্যাচই হবে সিলেটের মাঠে। সাত দলের অংশগ্রহণে ২৪ ম্যাচের এই টুর্নামেন্টের ফাইনাল হবে ১৫ অক্টোবর।

বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচে ৩ অক্টোবর সকাল ৯টায় পাকিস্তানের মুখোমুখি হবে। এরপর ৬ অক্টোবর মালয়েশিয়া, ৮ অক্টোবর ভারত, ১০ অক্টোবর শ্রীলঙ্কা ও ১১ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলবে জ্যোতির দল।

এবারের আসরে অংশ নিচ্ছে ৭টি দল। রাউন্ড রবিন পদ্ধতিতে প্রতিটি দল ৬টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। সেখান থেকে টেবিলের শীর্ষ ৪টি দল খেলবে সেমিফাইনাল। সেমিফাইনাল হবে ১৩ অক্টোবর। শিরোপা নির্ধারণী ম্যাচ হবে ১৫ অক্টোবর। মোট ২৪ ম্যাচের ৯টি হবে সিলেটের আউটার ক্রিকেট স্টেডিয়ামে। বাকি ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank