১৮ বছর পর আবারো বাগদান সারলেন জেনিফার-বেন
১৮ বছর পর আবারো বাগদান সারলেন জেনিফার-বেন
![]() |
দীর্ঘ ১৮ বছর পর ফের এক হলেন হলিউড তারকা বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজ। বাগদানের কাজটি সম্পন্ন করলেন এই তারকা জুটি।
নিজের অফিসিয়াল ওয়েবসাইটে লোপেজ নিজেই বিষয়টি ঘোষণা করেছেন। একইসঙ্গে তার মুখপাত্রও বাগদানের খবর নিশ্চিত করেছেন।
চলতি সপ্তাহের শুরুতেই জেনিফারের আঙুলে বিরাট হীরের আংটি দেখা গিয়েছিল, সে থেকেই তাদের বাগদানের জল্পনা শুরু হয়েছিল।
বেন অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদের পর ২০০৪ সালে মার্ক অ্যান্থনিকে বিয়ে করেছিলেন জেনিফার। তাদের সংসারে রয়েছে দুই সন্তান এমে ও ম্যাক্স (১৪ বছর)। অন্যদিকে ২০০৫ সালে জেনিফার গার্নেরকে বিয়ে করেছিলেন বেন। এই প্রাক্তন জুটির তিন সন্তান - ভায়োলেট, সেরাফিনা এবং স্যাম।
সর্বশেষ ২০১৭ সালে সাবেক বেসবল তারকা অ্যালেক্স রদ্রিগেজের সঙ্গে সম্পর্কে জড়ান জেনিফার লোপেজ। এর দুই বছর পরই বাগদান সারেন। তবে ২০২১ সালে অ্যালেক্সের সঙ্গেও চার বছরের প্রেম আর দুই বছরের বাগদানের সম্পর্কের ইতি টানেন লোপেজ।
অন্যদিকে, ২০২০ সালের জানুয়ারিতে অভিনেত্রী আনা দে আর্মাসের সঙ্গে বিচ্ছেদ হয় বেনের। ২০২১ সালের মে মাসে জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের ঘনিষ্ঠতা তৈরি হয়। তাদের একসঙ্গে নানা জায়গায় দেখা যায়। এরপর থেকেই তাদের সম্পর্ক জোড়া লাগার গুঞ্জন উঠে।
সূত্র: ডেইলি মেইল

আরও পড়ুন
- মিয়া খলিফার নতুন ভিডিও ভাইরাল
- চুইংগামের পোশাক পরলেন উরফি জাভেদ
- ২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা
- বিয়ে করলেন শমী কায়সার
- স্মরণে সত্যজিৎ
- তিনি উজ্জীবিত করতেন গণমানুষকে
- গোপনে বিচ্ছেদ, নতুন বিয়ে দুটোই সারলেন ইভা রহমান
- মিনা পাল থেকে ‘কবরী’ রূপে আত্মপ্রকাশের গল্প
- অস্কার পুরস্কার ২০২২ : এক নজরে বিজয়ীরা
- মজিবুর রহমান দিলু
স্যালুট আপনাকে হে জীবন ও মুক্তির যোদ্ধা!