আপনজন হারালেন আলিয়া
আপনজন হারালেন আলিয়া
![]() |
কিছুদিন আগে দাদা নরেন্দ্র রাজদানের অসুস্থতার খবর শুনে দুবাইগামী বিমানে না চেপে হাসপাতালে ছুটেছিলেন আলিয়া ভাট। মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। কিন্তু শেষ রক্ষা হলো না। নরেন্দ্র রাজদান মারা গেছেন। খবরটি সামাজিক মাধ্যমে আলিয়া নিজেই জানিয়েছেন।
একটি ভিডিও শেয়ার করে আলিয়া লিখেছেন, ‘আমার দাদু, আমার হিরো। ৯৩ বছর বয়স পর্যন্ত তিনি গলফ খেলেছেন। কাজ করেছেন ৯৩ বছর পর্যন্ত। সেরা অমলেটটা বানিয়েছেন। সেরা গল্পটি শুনিয়েছেন। নাতনিদের সঙ্গে খেলেছেন। ক্রিকেট ভালোবাসতেন। পরিবার ভালোবাসতেন। শেষ নিশ্বাস পর্যন্ত জীবনটাকে ভালোবেসেছেন। আমার হৃদয় আবেগে ভরপুর। কিন্তু আনন্দও হচ্ছে। আমাদের দাদু আমাদের সেরাটা দিয়েছেন। যা দিয়ে বাকি জীবনটা আলোকিত থাকবে। যতক্ষণ না পর্যন্ত আমরা আবার দেখা করছি।’
তবে কখন কীভাবে মৃত্যু হয়েছে নরেন্দ্র রাজদানের, সে বিষয়ে কিছু জানাননি আলিয়া। এদিকে এ খবর পেতেই আলিয়ার অনুরাগী ও সহকর্মীরা ভিড় করেছেন মন্তব্যের ঘরে। আলিয়া তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন তারা।

আরও পড়ুন
- মিয়া খলিফার নতুন ভিডিও ভাইরাল
- চুইংগামের পোশাক পরলেন উরফি জাভেদ
- ২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা
- বিয়ে করলেন শমী কায়সার
- স্মরণে সত্যজিৎ
- গোপনে বিচ্ছেদ, নতুন বিয়ে দুটোই সারলেন ইভা রহমান
- তিনি উজ্জীবিত করতেন গণমানুষকে
- মিনা পাল থেকে ‘কবরী’ রূপে আত্মপ্রকাশের গল্প
- অস্কার পুরস্কার ২০২২ : এক নজরে বিজয়ীরা
- মজিবুর রহমান দিলু
স্যালুট আপনাকে হে জীবন ও মুক্তির যোদ্ধা!