শুক্রবার   ০৩ মে ২০২৪ || ২০ বৈশাখ ১৪৩১ || ২২ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

অপরাজেয় বাংলা ডেস্ক

১৯:১৩, ৩ মে ২০২৪

৫১

সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, আমি বিশ্বাস করি, বাংলাদেশে সাংবাদিকেরা স্বাধীনভাবে কাজ করছেন। স্বাধীনভাবেই দেশের মানুষের কাছে সমস্ত খবরাখবর পৌঁছে দিচ্ছেন এবং এর মাধ্যমে গণমাধ্যমের যে উন্নয়ন, সেটাও তারা পালন করছেন। তবে দুই একটা ব্যতিক্রম থাকতেই পারে।

শুক্রবার (৩ মে) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৪ উপলক্ষে বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশনের উদ্যোগে 'তথ্য ও প্রযুক্তির যুগে গণমাধ্যমের ভূমিকা' শীর্ষক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।

মো. নিজামুল হক নাসিম বলেন, কেউ কেউ বলেন, আমাদের দেশের সাংবাদিকেরা সরকার কর্তৃক নিষ্পেষিত হয়। আমি এর সঙ্গে একমত নই। সাংবাদিকেরা যদি কোনো ভুল করেন, সেখানে বিচার আছে, বিচার হতে পারে। বিচারে দোষী হলে শাস্তি হবে, সেটা ভিন্ন কথা। আর আমাদের আইনে যদি বলে জামিন দেওয়া যাবে না, এটা কেন জামিন দেওয়া যাবে না কথা নয়। এটা হলো জজ সাহেবের অধিকার। তিনি জামিন দিতেও পারেন, নাও পারেন। আইনের এই অথরিটির ব্যাপার জানতে হবে, বুঝতে হবে।

সাংবাদিকদের উদ্দেশে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, সাংবাদিকদের সত্য বলতে হবে, লিখতে হবে। তবে সেই সত্য যেন দেশপ্রেমে সত্য হয়। সেই সত্যের মাধ্যমে দেশের যেন কোনো ক্ষতি না হয়, এটা আমাদের মনে রাখতে হবে।

তিনি বলেন, আপনি যা দেখবেন, তা লিখতে পারেন। যদি না দেখা যায়, তা লিখলে সমাজের ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে। কিন্তু স্বাধীনভাবে লেখার যে অধিকার, সেই অধিকার সাংবাদিকদের থাকতে হবে এবং সাংবাদিকরাই সিদ্ধান্ত নেবেন, সেটি কীভাবে প্রকাশ করবেন। আর প্রকাশের সময় যদি দেশের ক্ষতিজনক কিছু প্রকাশ হয়, সেটার জন্য তো আইন রয়েছে। কিন্তু মানুষের অধিকারে হাত দেওয়া, মানুষের কথা বলতে পারার অধিকারকে বন্ধ করা, এটি কখনোই গ্রহণযোগ্য নয় এবং হতে পারে না।

তিনি আরো বলেন, আমরা চাই, সাংবাদিক, সম্পাদক এবং মালিক এই তিনটা পক্ষ মিলেই এ দেশের সাংবাদিকতার উন্নয়নে কাজ করবে। সাংবাদিকরা যেন ‘ডেভেলপ’ করতে পারেন দেশের, দশের এবং মানুষের কাজ করতে পারেন, এদিকে আমাদের লক্ষ রাখতে হবে।

প্রেস কাউন্সিলের ক্ষমতার কথা উল্লেখ করে মো. নিজামুল হক নাসিম বলেন, প্রেস কাউন্সিলের আইনে যতটুকু ক্ষমতা আমাকে দেওয়া আছে, এই ক্ষমতা যদি সাংবাদিকদের উন্নয়নে প্রয়োগ করতে হয়, তাহলে এটি প্রয়োগ করতে আমরা পিছপা হবো না।

বিশিষ্ট সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে ও বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. মাহবুব উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক সৈয়দা নিলুফার নাসরিন।  

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত