মঙ্গলবার   ২৮ মার্চ ২০২৩ || ১৪ চৈত্র ১৪২৯ || ০৪ রমজান ১৪৪৪

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এভেঞ্জার্স এন্ড গেমকেও ছাড়িয়ে গেলো সুশান্তের ‘দিল বেচারা’

২২:৩৮, ৭ জুলাই ২০২০

আপডেট: ১৭:৪২, ১১ জুলাই ২০২০

৭২৩

এভেঞ্জার্স এন্ড গেমকেও ছাড়িয়ে গেলো সুশান্তের ‘দিল বেচারা’

ট্রেইলার মুক্তির ২৪ ঘন্টার মধ্যেই সব রেকর্ড তছনছ করে দিলো সুশান্ত সিং রাজপুত অভিনীত ‘দিল বেচারা’। পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবসা করা ছবি এভেঞ্জার্স এন্ড গেমকে পিছনে ফেলে দিয়েছে সদ্য প্রয়াত এই অভিনেতার শেষ ছবি। সোমবার (৬ জুন) বিকেল ৪টার দিকে ইউটিউবে মুক্তি পায় ‘দিন বেচারা’র ট্রেইলার। আর ২৪ ঘন্টায় প্রায় ৬৬ লক্ষ দর্শক ট্রেইলারটি পছন্দ করেন।

এর আগে ২৪ ঘন্টায় ৩৬ লক্ষ লাইকের রেকর্ড ছিল মার্বেল সিরিজের ছবি এভেঞ্জার্স এন্ড গেম-এর। একদিনের মাথায় প্রায় সাড়ে তিন কোটি দর্শক ‘দিল বেচারা’ ছবির ট্রেইলার দেখে ফেলেছেন। মুকেশ ছাবড়া পরিচালিত ছবিটি ২৪ জুলাই ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
BKash CA