বুধবার   ০৮ মে ২০২৪ || ২৪ বৈশাখ ১৪৩১ || ২৭ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৭ মাসের মধ্যে ভারতে করোনায় সর্বনিম্ন শনাক্ত

স্পটলাইট ডেস্ক

১৪:৪০, ২৮ সেপ্টেম্বর ২০২১

৪০৪

৭ মাসের মধ্যে ভারতে করোনায় সর্বনিম্ন শনাক্ত

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ১৭৯ জন
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ১৭৯ জন

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১৮ হাজার ৭৯৫ জনের। গত ১১ মার্চের পর দেশটিতে করোনা শনাক্তের এটিই সর্বনিম্ন সংখ্যা। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে,  ভারতে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার শূন্য দশমিক ৮৭ শতাংশ। গত মার্চ থেকে এখন পর্যন্ত এটি সর্বনিম্ন।

একই সময়ে করোনার টিকা দেওয়া হয়েছে ১০ কোটি ২ লাখ ২২ হাজার ৫২৫ ডোজ। এ নিয়ে দেশটিতে ৮৭ কোটি ডোজ টিকা দেওয়া হলো।

গত ২৪ ঘণ্টায় ভারতে সুস্থ হয়েছেন ২৬ হাজার ৩০ জন। এ নিয়ে সুস্থ হয়েছেন ৩ কোটি ২৯ লাখ ৫৮ হাজার ২ জন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ১৭৯ জন। এর আগের ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ২৭৬ জন এবং আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৪১ জন।

গত ২৪ ঘণ্টায় ভারতের রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, দিল্লি ও জনবহুল উত্তরপ্রদেশে করোনায় কারো মৃত্যু হয়নি।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে কেরালা রাজ্যে। তবে সেখানেও শনাক্তের সংখ্যা কমছে। গত ২৪ ঘণ্টায় সেখানে শনাক্ত হয়েছেন ১১ হাজার ৬৯৯ জন এবং মারা গেছেন ৫৮ জন।

ভারতের শীর্ষ মেডিকেল সংস্থা কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাট্রিয়াল রিসার্চ (সিএসআইআর) জানিয়েছে, এমন পরিস্থিতিতে ভারতে করোনার তৃতীয় ঢেউ এলে তা তেমন জোরালো না হওয়ার সম্ভাবনা রয়েছে।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্পটলাইট বিভাগের সর্বাধিক পঠিত