বুধবার   ১৫ মে ২০২৪ || ১ জ্যৈষ্ঠ ১৪৩১ || ০৫ জ্বিলকদ ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো স্যার ববি চার্লটন মারা গেছেন

স্পোর্টস ডেস্ক

১১:৫২, ২২ অক্টোবর ২০২৩

৩১৬

ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো স্যার ববি চার্লটন মারা গেছেন

ইংল্যান্ডকে একমাত্র বিশ্বকাপ জেতানো কিংবদন্তি ফুটবলার ববি চার্লটন মারা গেছেন। তিন বছর ডিমেনশিয়ায় ভুগে অবশেষে ৮৬ বছর বয়সে পরপারে পাড়ি জমান চার্লটন। এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করে পরিবারের সদস্যরা।

ইংল্যান্ড প্রথম এবং এখনও পর্যন্ত একমাত্র ফুটবল বিশ্বকাপ জিতেছে ১৯৬৬ সালে। সেই বিশ্বকাপের সেরা ফুটবলার ছিলেন স্যার ববি। বিশ্বকাপ জিতিয়ে ব্যালন ডি'অর পুরস্কার জিতেছিলেন তিনি। ইংল্যান্ডের হয়ে ১০৯ ম্যাচে ৪৯ গোল করা চার্লটন দীর্ঘ দিন ছিলেন দেশের হয়ে সবচেয়ে বেশি গোলের মালিক।

অ্যাটাকিং মিডফিল্ডার, সেন্ট্রাল মিডফিল্ডার ও লেফট উইঙ্গার তিন জায়গাতেই খেলতে পারতেন। ১৯৫৬ থেকে ১৯৭৩ ক্লাব ক্যারিয়ারের প্রায় পুরোটা সময়ই খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank