ইনিংস ব্যবধানে হেরে লজ্জার বিশ্ব রেকর্ড পাকিস্তানের
ইনিংস ব্যবধানে হেরে লজ্জার বিশ্ব রেকর্ড পাকিস্তানের
![]() |
চতুর্থ দিন শেষে হার চোখ রাঙাচ্ছিল পাকিস্তানকে। জয় থেকে মাত্র ৪ উইকেট দূরে ছিল ইংল্যান্ড। মুলতান টেস্টের পঞ্চম দিনে দুই সেশনেরও বেশি বাকী রেখে জয় তুলে নেয় ইংলিশরা। ইনিংস ও ৪৭ রানে জিতে সিরিজে এগিয়ে গেল সফরকারীরা।
এমন হারে লজ্জার এক বিশ্ব রেকর্ড করেছে পাকিস্তান। টেস্টের ১৪৭ বছরের ইতিহাসে প্রথম দল হিসেবে প্রথম ইনিংসে ৫০০ এর বেশি রান তুলেও ইনিংস ব্যবধানে হারলো শান মাসুদের দল। এই নিয়ে টানা ছয় টেস্টে হারের তেঁতো স্বাদ পেল পাকিস্তান।
নিজের প্রথম ইনিংসে আব্দুল্লাহ শফিক, শান মাসুদ ও সালমান আঘার সেঞ্চুরিতে ৫৫৬ রান সংগ্রহ করে পাকিস্তান। শফিক ১০২, মাসুদ ১৫১ ও সালমান ১০৪ রান করেন।
জবাবে জো রুটের ডাবল ও হ্যারি ব্রুকের ট্রিপল সেঞ্চুরিতে ৮২৩ সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। রুট ২৬২ ও ব্রুক করেন ৩১৭ রান। ২৬৭ রানের লিড পায় ইংলিশরা। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্সরার বোলিং তোপে ৬ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে চতুর্থ দিন শেষ করে পাকিস্তান।
সালমান ৪৯ বলে ৪১ ও আমের জামাল ৪৮ বলে ২৭ রানে নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেন। দিনের শুরুটা ভালোই করেন এই দুই ব্যাটার। ফিফটি তুলে নেন দুজনে।
দলীয় ১৯১ রানে ৮৪ বলে ৬৩ রান করে আউট হন সালমান। এরপর আর কোনো প্রতিরোধ করতে পারেনি পাকিস্তান। শেষ পর্যন্ত ২২০ রানে অলআউট হয় স্বাগতিকরা। জামাল ১০৪ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন। ইংল্যান্ডের পক্ষে জ্যাক লিচ নেন ৪টি উইকেট।

আরও পড়ুন
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- বাংলাদেশের হয়ে খেলতে কানাডার ছাড়পত্র পেলেন সমিত সোম
- পাকিস্তানে খেলার অনুমতি পেলেন সাকিব
- সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ
- ওয়ানডে থেকে অবসর নিলেন মুশফিকুর রহিম
- কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে শুভসূচনা বাংলাদেশের
- বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন সামিত
- প্যারাগুয়ে ম্যাচের আগে দলে পরিবর্তন আনল ব্রাজিল