শনিবার   ২৭ জুলাই ২০২৪ || ১১ শ্রাবণ ১৪৩১ || ১৮ মুহররম ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিশ্বকাপের আগে পাকিস্তানের আরও এক সিরিজের সূচি ঘোষণা

স্পোর্টস ডেস্ক

১২:২৭, ২৯ মার্চ ২০২৪

২৩২

বিশ্বকাপের আগে পাকিস্তানের আরও এক সিরিজের সূচি ঘোষণা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে অংশগ্রহণকারী দেশগুলো নানাভাবে প্রস্তুতি সারছে। পাকিস্তান ক্রিকেট দলও ব্যতিক্রম নয়। ক্রিকেটারদের সেনা ক্যাম্পে ট্রেনিং তো করাচ্ছেই পাশাপাশি ভরপুর ম্যাচ সূচি রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এছাড়া নতুন কোচ ও অধিনায়কের সন্ধানেও নেমেছে সংস্থাটি। 

বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে কয়েকদিন বাদেই ঘরের মাঠে নিউজিল্যান্ডকে আতিথ্য দেবেন বাবর আজমরা। ১৮ এপ্রিল থেকে শুরু হবে পাঁচ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ। তারপর তারা উড়াল দেবেন আয়ার‌ল্যান্ডে। সেখানে দু’দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পৃথক পোস্টে দুই দেশের ক্রিকেট বোর্ড এই তথ্য জানিয়েছে। আগামী ১০, ১২ ও ১৪ মে আয়ারল্যান্ডের ডাবলিনে হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। এই সিরিজকে আসন্ন সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নিচ্ছে পাকিস্তান ও আইরিশরা। 

আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর। যেখানে গ্রুপপর্বে পাকিস্তান-আয়ারল্যান্ড ১৬ জুন ফ্লোরিডায় মুখোমুখি হবে। 

ওই সিরিজ শেষেই টি-টোয়েন্টির ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের সঙ্গে খেলতে দেশটিতে উড়াল দেবে পাকিস্তান। দু’দল আগেই চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি ঠিক করে রেখেছে। আগামী ২২, ২৫, ২৮ ও ৩০ মে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। চারটি ভিন্ন ভেন্যু লিডস, বার্মিংহাম, কার্ডিফ ও লন্ডনে মুখোমুখি হবে পাকিস্তান-ইংল্যান্ড।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank