রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ || ২৯ অগ্রাহায়ণ ১৪৩২ || ২১ জমাদিউস সানি ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মুশফিকের ইনজুরি, টেস্টে অভিষেকের অপেক্ষায় তাওহিদ

স্পোর্টস ডেস্ক

২২:৪৩, ২০ মার্চ ২০২৪

৪৯৯

মুশফিকের ইনজুরি, টেস্টে অভিষেকের অপেক্ষায় তাওহিদ

শেষ ওয়ানডেতে ডান-হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পেয়ে শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। তার জায়গায় সুযোগ পেয়েছেন তাওহিদ হৃদয়।

সব ঠিক থাকলে এই সিরিজ দিয়ে লাল বলের ক্রিকেটে অভিষেক হতে পারে সংক্ষিপ্ত ফরম্যাটে জাতীয় দলে জায়গা পাকা করে ফেলা তাওহিদের। আজ রাতে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

বুধবার মিরপুরে নির্বাচক কমিটির সভায় তাওহিদকে সবাই এগিয়ে রাখেন। তার সাম্প্রতিক পরফরম্যান্স নির্বাচকরা বিবেচনায় নিয়েছেন। ২০২৩ সালের মার্চে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। এরই মধ্যে বাংলাদেশের হয়ে ৩০টি ওয়ানডে ও ১৪টি টি-টোয়েন্টি  ম্যাচ খেলেছেন এই ডান-হাতি ব্যাটার। 

শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank