বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ || ১৯ বৈশাখ ১৪৩১ || ২১ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শান্তর সেঞ্চুরিতে জয়ের পথে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

২২:১৩, ১৩ মার্চ ২০২৪

১২০

শান্তর সেঞ্চুরিতে জয়ের পথে বাংলাদেশ

নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে জয়ের পথে বাংলাদেশ ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় ২৫৬ রানের টার্গেটে ব্যাট করছে টাইগাররা। জয়ের জন্য শেষ ৬৮ বলে বাংলাদেশকে আর ৩৫ রান করতে হবে। 

টার্গেট তাড়া করতে নেমে ২৩ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ। সেই অবস্থা থেকে দলকে গর্ত থেকে টেনে তুলেন অধিনায়ক শান্ত। তিনি ৫০ বলে ৮টি চার আর এক ছক্কার সাহায্যে ফিফটি পূর্ণ করেন। আর তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করতে শান্ত খেলেন ১০৮ বল।

ওয়ানডে ক্রিকেট ক্যারিয়ারে ৪৩তম ম্যাচে বাউন্ডারি হাঁকিয়ে তৃতীয় সেঞ্চুরি পূর্ণ করেন শান্ত। এর আগে গত বছর আফগানিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি হাঁকান শান্ত। 

বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৪৮.৫ ওভারে ২৫৫ রানে অলআউট হয় শ্রীলংকা। দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন জানিত লিয়ানাগে। এছাড়া ৫৯ রান করেন লংকান অধিনায়ক কুশাল মেন্ডিস। বাংলাদেশ দলের হয়ে ৩টি করে উইকেট নেন তানজিদ হাসান তামিম ও তাসকিন আহমেদ। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank