শনিবার   ২৫ মার্চ ২০২৩ || ১১ চৈত্র ১৪২৯ || ০১ রমজান ১৪৪৪

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট

১৫:১৫, ৪ ফেব্রুয়ারি ২০২৩

১৭৬

নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু

রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু হয়েছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) দুইটায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়।

শনিবার সকাল থেকেই হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থকেরা নয়াপল্টনে জমায়েত হয়েছেন। নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত  রাস্তার একপাশ ভরে গেছে।

ক্ষমতাসীন দলের ‘উসকানিমূলক পাল্টা’ কর্মসূচির প্রতিবাদ, বিদ্যুৎ-গ্যাসসহ নিত্যপণ্যের দাম কমানো, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে এই সমাবেশ করছে বিএনপি এবং তাদের সমমনা দল ও জোট।

দেখা গেছে, বেলা ১০টার পর থেকে রাজধানীর মালিবাগ, মগবাজার, যাত্রাবাড়ি, পুরানা পল্টন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টন এলাকায় আসতে শুরু করে নেতা-কর্মীরা। একইভাবে রাজধানীর বাইরে বিভাগীয় শহরগুলোতে সকাল ১০টার পর মিছিল নিয়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশস্থল। বেলা ১১টার পর থেকে স্থানীয় নেতারা বক্তব্য দেওয়া শুরু করেন। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
খবর বিভাগের সর্বাধিক পঠিত