অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৩:১৫ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার  

রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু হয়েছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) দুইটায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়।

শনিবার সকাল থেকেই হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থকেরা নয়াপল্টনে জমায়েত হয়েছেন। নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত  রাস্তার একপাশ ভরে গেছে।

ক্ষমতাসীন দলের ‘উসকানিমূলক পাল্টা’ কর্মসূচির প্রতিবাদ, বিদ্যুৎ-গ্যাসসহ নিত্যপণ্যের দাম কমানো, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে এই সমাবেশ করছে বিএনপি এবং তাদের সমমনা দল ও জোট।

দেখা গেছে, বেলা ১০টার পর থেকে রাজধানীর মালিবাগ, মগবাজার, যাত্রাবাড়ি, পুরানা পল্টন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টন এলাকায় আসতে শুরু করে নেতা-কর্মীরা। একইভাবে রাজধানীর বাইরে বিভাগীয় শহরগুলোতে সকাল ১০টার পর মিছিল নিয়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশস্থল। বেলা ১১টার পর থেকে স্থানীয় নেতারা বক্তব্য দেওয়া শুরু করেন।