মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪ || ১৭ বৈশাখ ১৪৩১ || ১৯ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিদ্যুৎস্পৃষ্ট স্কুলছাত্রকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ কেন নয়

স্টাফ করেসপন্ডেন্ট

১৩:২৭, ৬ ডিসেম্বর ২০২১

আপডেট: ১৩:২৮, ৬ ডিসেম্বর ২০২১

৫২২

বিদ্যুৎস্পৃষ্ট স্কুলছাত্রকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ কেন নয়

লক্ষ্মীপুরের রামগতির পঞ্চম শ্রেণির ছাত্র তামিম ইকবালের চিকিৎসার জন্য ৫ লাখ টাকা দিতে নির্দেশ
লক্ষ্মীপুরের রামগতির পঞ্চম শ্রেণির ছাত্র তামিম ইকবালের চিকিৎসার জন্য ৫ লাখ টাকা দিতে নির্দেশ

বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় লক্ষ্মীপুরের রামগতির পঞ্চম শ্রেণির ছাত্র তামিম ইকবালের চিকিৎসার জন্য তাৎক্ষণিক ৫ লাখ টাকা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়েও রুল জারি হয়েছে।

শিশুর বাবা সাহাদাত হোসেনের করা রিটের শুনানি নিয়ে সোমবার (৬ ডিসেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। তার সঙ্গে ছিলেন আইনজীবী ফুয়াদ হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

জ্বালানি সচিব,পল্লী বিদ্যুৎ বোর্ডের চেয়ারম্যান,লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ম্যানেজার,রামগতি জোনের ম্যানেজারসহ ৫ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

পল্লী বিদ্যুতের অবহেলায় শিশু তামিমের অঙ্গহানির ঘটনায় ১০ কোটি টাকা ক্ষতিপূরণ এবং তাৎক্ষণিকভাবে ৫০ লাখ টাকা চেয়ে গত ২ ডিসেম্বর রিট করেন শিশুর বাবা।

ওই রিটের শুনানি নিয়ে আদালত সোমবার আদেশ দেন। শিশুটি এখনও শেখ জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত