রোববার   ২৮ এপ্রিল ২০২৪ || ১৫ বৈশাখ ১৪৩১ || ১৭ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

‘দুশ্চরিত্রহীন’ বলার অভিযোগ থেকে অব্যাহতি পেলেন নুর

স্টাফ করেসপন্ডেন্ট

১৭:৪৬, ১৩ অক্টোবর ২০২১

৫২৭

‘দুশ্চরিত্রহীন’ বলার অভিযোগ থেকে অব্যাহতি পেলেন নুর

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ।। ফাইল ছবি
ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ।। ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর করা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে অব্যাহতির আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৩ অক্টোবর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর দেয়া তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক ফরিদা পারভীন গত ৩ অক্টোবর নুরের বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ পায়নি মর্মে প্রতিবেদন দাখিল করেন।

উল্লেখ্য, ২০২০ সালের ১৪ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের এক শিক্ষার্থী আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, নুরুল হক নুর ১২ অক্টোবর দুপুর আড়াইটার দিকে তার ফেসবুক আইডি থেকে ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি বাদীকে ‘দুশ্চরিত্রহীন’ বলেন। ভিডিওতে বাদীর জন্য অপমানজনক, মানহানিকর এবং আক্রমণাত্মক তথ্য প্রকাশ করেন নুর, যা ডিজিটাল নিরাপত্তা আইনে শাস্তিযোগ্য অপরাধ।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত