বুধবার   ০১ মে ২০২৪ || ১৭ বৈশাখ ১৪৩১ || ১৯ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

গ্রহণ করলেন পররাষ্ট্রমন্ত্রী

ফিলিস্তিনকে চিকিৎসাসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি

স্টাফ করেসপন্ডেন্ট

১৯:৩৫, ১০ জুন ২০২১

আপডেট: ২১:১৯, ১০ জুন ২০২১

৪৩২

গ্রহণ করলেন পররাষ্ট্রমন্ত্রী

ফিলিস্তিনকে চিকিৎসাসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি

ফিলিস্তিনের জনগণের জন্য প্রায় ৪০ লাখ টাকার ১৪৩০ কেজি ওজনের ১৪৮ কার্টুন চিকিৎসাসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি। যা পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বৃহস্পতিবার (১০ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সাধারণ সম্পাদক এস এম সফিউজ্জামান এ ঔষধসামগ্রী হস্তান্তর করেন।এসময় বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান উপস্থিত ছিলেন।

ড. মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনের জনগণকে মানবিক সহায়তা হিসেবে ৫০ হাজার ডলার দিয়েছেন। বাংলাদেশ এ সহায়তা অব্যাহত রাখবে।বাংলাদেশের বিভিন্ন ব্যক্তি ও সংস্থা ফিলিস্তিনের জনগণের জন্য সহায়তা দিচ্ছে বলেও জানান তিনি। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিন আমাদের বড় বন্ধু। ফিলিস্তিনের নির্যাতিত জনগণের প্রতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত দৃঢ় সমর্থন ছিল।বাংলাদেশ স্বাধীনতা লাভের পর থেকে ফিলিস্তিনের জন্য সহায়তা করে আসছে।

১৯৬৭ সালের পূর্বের সীমানা অনুসারে দ্বিরাষ্ট্রের ভিত্তিতে ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধান চায় বাংলাদেশ, এমনটা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বিশ্বাস করি, একদিন স্বাধীন, সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত