শুক্রবার   ০৬ ডিসেম্বর ২০২৪ || ২২ অগ্রাহায়ণ ১৪৩১ || ০২ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

 বিমানবন্দরে এক কেজি স্বর্ণসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট

১৩:০৫, ২৯ এপ্রিল ২০২৩

৩৪৩

 বিমানবন্দরে এক কেজি স্বর্ণসহ যুবক আটক

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি স্বর্ণসহ মো. রুস্তম আলী (৩৮) নামে এক যুবককে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। শুক্রবার বিমানবন্দরের টাওয়ার বিল্ডিংয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। কেরানীগঞ্জের দক্ষিণ বাঘাপুরের বাসিন্দা রুস্তম।

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউল হক জানান, অভিযুক্ত রুস্তমকে ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে এপিবিএনের গোয়েন্দা সদস্যরা।

এক পর্যায়ে তাকে প্রশ্ন করা হলে উত্তরে অসঙ্গতি ধরা পড়ে। এ সময় আটক করে জিজ্ঞাসাবাদে তার কাছে স্বর্ণ থাকার কথা স্বীকার করেন। পরে সঙ্গে থাকা ব্যাগ থেকে ১ কেজি ৫১ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। জিয়াউল হক আরও জানান, বিশেষ ক্ষমতা আইনে অভিযুক্তের নামে থানায় মামলার প্রস্তুতি চলছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত