বুধবার   ০৮ মে ২০২৪ || ২৫ বৈশাখ ১৪৩১ || ২৭ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ইয়েমেনে সৌদি জোটের হামলায় জাতিসংঘের নিন্দা 

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৭:৩৫, ২২ জানুয়ারি ২০২২

৩১০

ইয়েমেনে সৌদি জোটের হামলায় জাতিসংঘের নিন্দা 

ইয়েমেনের একটি কারাগারে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলায় শতাধিক নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ। স্থানীয় সময় শুক্রবার (২১ জানুয়ারি) ইয়েমেনের হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত সাদা এলাকার ওই কারাগারে  হামলা করে সৌদি নেতৃত্বাধীন জোট। 

সৌদি জোট শুক্রবার বিমান হামলা চালানোর কয়েক ঘণ্টা পরেও উদ্ধার কর্মীরা ধ্বংসস্তূপের ভেতর থেকে মরদেহ বের করছিলেন। যতই সময় যাচ্ছে, সেখানে জীবিত কাউকে খুঁজে পাওয়ার আশা কমে যাচ্ছে। 

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, ইয়েমেনে উত্তেজনার অবসান হওয়া দরকার। 

জাতিসংঘ মহাসচিবের পাশাপাশি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন উত্তেজনা নিরসনের জন্য সৌদি জোটের প্রতি আহ্বান জানিয়েছেন। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেন ও সৌদি জোটের ক্রামগত দ্বন্দ্বে কোটি কোটি মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছে। দেশটির বেশিরভাগ মানুষ এখন দুর্ভিক্ষের মুখোমুখি। 

   

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত