বুধবার   ০৮ মে ২০২৪ || ২৪ বৈশাখ ১৪৩১ || ২৭ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ন্যাটোর অনুশীলনের নেতৃত্ব দেবে মার্কিন বিমানবাহী রণতরী

ইন্টারন্যাশনাল ডেস্ক

১২:১৬, ২২ জানুয়ারি ২০২২

আপডেট: ১২:১৭, ২২ জানুয়ারি ২০২২

৩১৭

ন্যাটোর অনুশীলনের নেতৃত্ব দেবে মার্কিন বিমানবাহী রণতরী

ন্যাটো ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী (এয়ারক্রাফট ক্যারিয়ার) ইউএসএস হ্যারি এস. ট্রুম্যান নৌবহর (ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ) ভূমধ্যসাগরে একত্রে বৃহৎ সামরিক অনুশীলন চালাবে।

ইউক্রেন সংকটের মধ্যেই আগামী সোমবার (২৪ জানুয়ারি) থেকে এ অনুশীলন শুরু হবে। এটি চলবে ফেব্রুয়ারি'র ৪ তারিখ পর্যন্ত।

২০২০ সাল থেকে এ অনুশীলনের পরিকল্পনা করা হয়। শুক্রবার (২১ জানুয়ারি) পেন্টাগনের মুখপাত্র জন কার্বি জানিয়েছেন, এ অনুশীলনে বিভিন্ন দেশ অংশ নেবে। এর মাধ্যমে বিশ্ব দেখবে আটলান্টিক মহাসাগরীয় দেশগুলোর জোট 'একত্রিত, সক্ষম, ও শক্তিশালী'।

এ অনুশীলনে ট্র্যুম্যান নৌবহর ন্যাটো কমান্ডের অধীনে থাকবে। নেপচুন স্ট্রাইক '২২ নামের এ এক্সারসাইজে মেরিটাইম ম্যানুভার, সাবমেরিন প্রতিরোধী যুদ্ধ, দীর্ঘ দূরত্বে আঘাত হানা ইত্যাদি বিষয়ে অনুশীলন করবে ন্যাটোভুক্ত দেশগুলো।

সূত্র: ইয়াহু নিউজ

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত