ঘরের যে ৫টি স্থান নিয়মিত পরিষ্কার করবেন
ঘরের যে ৫টি স্থান নিয়মিত পরিষ্কার করবেন
![]() |
ঘর পরিষ্কার করার সময় আমরা দেখতে কেমন লাগছে তার দিকেই বেশি নজর দেই। কিন্তু পরিষ্কারের সময় জীবাণু দূর করার ওতপ্রোত সম্পর্ক আছে।
বিশেষত করোনার এ সময়ে ঘরের দূরবর্তী, সহজে চোখে পড়ে না এমন জায়গাগুলোও ভালোভাবে পরিষ্কার করা উচিত।
চলুন জেনে নেওয়া যাক ঘরের এমন কয়েকটি স্থানের কথা যেগুলোতে পরিষ্কারের সময় বাড়তি নজর দেওয়া উচিত।
দরজার কড়া ও নব
দরজার কড়া বা নবের ওপর কত লোকেরই তো হাত পড়ছে নিয়মিত। তাই নিয়মিত এ অংশটুকু পরিষ্কার করতে হবে। শুধু সদরদরজা নয়, বরং ঘরের অন্যান্য দরজার হাতলগুলোও নিয়মিত জীবাণুমুক্ত করা উচিত।
রান্নাঘরের সিংক
সিংকের ওপর রেখেই আমরা রান্নাঘরের জিনিসপত্র পরিষ্কার করি। তাই সবার আগে সিংক জীবাণুমুক্ত করতে হবে। সাবানভিত্তিক তরল ডিসওয়াশার ব্যবহার করে সহজেই সিংক পরিষ্কার করা যাবে।
বাথরুম ও বাথটাব
বেশিরভাগ পুরনো সভ্যতায় টয়লেট ঘরের বাইরে থাকত। কারণ মানুষ জানতো টয়লেট কতটা জীবাণুযুক্ত হতে পারে। আজকের সভ্যতায় বাথরুম ঘরের ভেতরের অবিচ্ছেদ্য অংশ। তাই এটি নিয়মিত পরিষ্কার রাখা জরুরি। শুধু টয়লেটের অংশ নয়, বরং স্নান করার জায়গা ও বাথটাবও পরিষ্কার রাখতে হবে।
রিমোট ও অন্যান্য ইলেকট্রনিক যন্ত্র
সবাই ইলেকট্রনিক এ জিনিসগুলো ব্যবহার করে। তাই এগুলোর মাধ্যমে খুব সহজেই জীবাণু ছড়াতে পারে। রিমোট, কম্পিউটার, ল্যাপটপ, কিবোর্ড, গাড়ির চাবি ইত্যাদি ডিইনফ্যাকট্যান্টস দিয়ে নিয়মিত পরিষ্কার করতে হবে।
সূত্র: ইন্ডিয়া ডট কম

আরও পড়ুন

জনপ্রিয়
- মেরুদণ্ডের যত্ন নিন
- সর্দি-কাশিতে কফ সিরাপ নয়, বিকল্প নাগালেই
- কাঁচা পেঁপে কাজে পাকা
- দক্ষ কর্মীরা কেন প্রতিষ্ঠান ছেড়ে যায়?
- গুণে ভরা লাল কলা
- মুখের কালো দাগ দূর করার সহজ উপায়
- ডাবের পানির আদ্যোপান্ত
- দুধের সঙ্গে খেজুর মিশিয়ে খেলে কী হয়?
- করোনার টিকা নেওয়ার পর যা যা করা জরুরি
- বয়সের ছাপ দূর করার ঘরোয়া উপায়