বুধবার   ২২ মে ২০২৪ || ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ || ১২ জ্বিলকদ ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মরক্কোতে বাংলাদেশের নতুন রাষ্টদূত শাহাদাত হোসেন

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৮:১৭, ১৪ মার্চ ২০২১

৫৪৫

মরক্কোতে বাংলাদেশের নতুন রাষ্টদূত শাহাদাত হোসেন

মরক্কোতে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মো. শাহাদাত হোসেনকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রবিবার (১৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

মো. শাহাদাত হোসেন বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ১৯৮৪ সালের ব্যাচের ক্যাডার। ৩৫ বছরের ক্যারিয়ারে তিনি বেলজিয়াম, ইতালি এবং কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত ও শ্রীলঙ্কায় বাংলাদেশের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

তিনি নিউইয়র্কের বাংলাদেশ স্থায়ী মিশনের পাশাপাশি কায়রো, ইসলামাবাদ ও নয়াদিল্লিতে বাংলাদেশ মিশনে বিভিন্ন পর্যায়ে কাজ করেছেন।

শাহদাত হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে মাস্টার ডিগ্রি অর্জন করেন। তিনি বেলজিয়াম থেকে ফরাসী ভাষায় ডিপ্লোমাও অর্জন করেছেন।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank