রোববার   ১৯ মে ২০২৪ || ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ || ০৯ জ্বিলকদ ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জন্মদিনে বয়স নিয়ে বিতর্কে আফ্রিদি

স্পোর্টস করেসপন্ডেন্ট

১৬:০৯, ১ মার্চ ২০২১

আপডেট: ১৬:০৯, ১ মার্চ ২০২১

৪৮৯

জন্মদিনে বয়স নিয়ে বিতর্কে আফ্রিদি

ক্রিকইনফোতে শাহীদ আফ্রিদির বয়স ৪১, আত্মজীবনী বলছে ৪৬ আর এখন জানালেন ৪৪!
ক্রিকইনফোতে শাহীদ আফ্রিদির বয়স ৪১, আত্মজীবনী বলছে ৪৬ আর এখন জানালেন ৪৪!

সোমবার (১ মার্চ) নিজের জন্মদিন উদযাপন করছেন পাকিস্তান ক্রিকেটের তারকা শাহীদ আফ্রিদি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে সমর্থকদের ধন্যবাদও জানান তিনি। আর তা করতে গিয়েই নিজের জন্ম সাল নিয়ে বিতর্ক উস্কে দিয়েছেন ‘বুম বুম’ খ্যাত আফ্রিদি।  

নিজের টুইটার অ্যাকাউন্টে আফ্রিদি লিখেন, জন্মদিনে উষ্ণ ভালোবাসা জানিয়ে উইশ করার জন্য ধন্যবাদ। ৪৪ বছর আজ! পরিবার ও ভক্তরাই আমার কাছে সবচেয়ে বড় সম্পদ। 

টুইটের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের শিকার হচ্ছেন আফ্রিদি। কারণ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নথি অনুযায়ী আফ্রিদির বয়স ৪১। অন্যদিকে নিজের আত্মজীবনীতে খাইবারে জন্ম নেয়া এই ক্রিকেটার লিখেন তার জন্ম ১৯৮০ সালে নয় বরং ১৯৭৫ সালে হয়েছে। সে হিসেবে তার বর্তমান বয়স হওয়ার কথা ছিল ৪৬, কিন্তু টুইটারে নিজের বয়স লিখেছেন ৪৪!

তবে অনেকেই বলছেন এবার নিজের সত্যিকার বয়সই প্রকাশ করেছেন আফ্রিদি। কারণ নিজের বইতে ১৯৯৬ সালে ৩৭ বলে সেঞ্চুরির সময় বয়স ১৯ ছিল বলে জানান তিনি। সে হিসেবে জন্ম সাল হয় ১৯৭৭ আর বর্তমান বয়স ৪৪!

বয়স যাই হোক এ নিয়ে সব জায়গায় চলছে হাসি-ঠাট্টা। পাকিস্তানি সাংবাদিক দানইয়াল রাসুল তার বয়স নিয়ে মন্তব্য করে লিখেছেন “ক্রিকইনফোতে বয়স ৪১, আত্মজীবনী বলছে ৪৬ আর এখন জানলাম ৪৪! যাই হোক শুভ জন্মদিন শাহীদ আফ্রিদি। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank