বুধবার   ১৫ মে ২০২৪ || ১ জ্যৈষ্ঠ ১৪৩১ || ০৫ জ্বিলকদ ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

উত্তর ম্যাসাডোনিয়ায় ট্রাক থেকে ২০ বাংলাদেশি অভিবাসী আটক

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৩:৫৩, ১৩ জুন ২০২১

আপডেট: ১৩:৫৪, ১৩ জুন ২০২১

৫৩৭

উত্তর ম্যাসাডোনিয়ায় ট্রাক থেকে ২০ বাংলাদেশি অভিবাসী আটক

উত্তর ম্যাসাডোনিয়া পুলিশ জানিয়ে, পৃথক দুটি অভিযানে তারা শুক্রবার (১১ জুন) ৮২ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে। 

পুলিশ জানায়, গ্রিস সীমান্তের কাছাকাছি একটি মহাসড়কে অভিযান চালিয়ে একটি ট্রাকে থাকা ৬২ জন অবৈধ অভিবাসীকে আটক করে উত্তর ম্যাসাডোনিয়া ও স্লোভেনিয়ার সীমান্ত অফিসাররা।

তাদের মধ্যে ৪৬ জন ছিল পাকিস্তানি, ১৩ জন ইরিত্রিয়া ও তিনজন মালির। অবৈধ যাত্রী পারপারের অভিযোগে দুই সার্বিয়ানকেও আটক করা হয়। 

আর শনিবার (১২ জুন) সার্বিয়ার পার্শ্ববর্তী সীমান্তে রুটিন অভিযানে ২০ বাংলাদেশিসহ একটি ট্রাক জব্দ করা হয়। যেখানে ৯ জনের বয়স ১৮ এর কম। 

পুলিশ আরও জানায়, সেখানের সামাজ কর্মীর্ ৯ অপ্রাপ্ত বয়স্ককে প্রশ্ন করে জানতে চাইছেন তারা কি একা এসেছে না অভিভাবকও আছে। 

সব অভিবাসীকেই দক্ষিণ সীমান্তের গেভজেলিজা শরাণার্থী শিবিরে পাঠানো হয়েছে। সেখান থেকে সবাইকে গ্রিসে ফেরত পাঠানো হবে। কারণ সেখান থেকেই সবাই এসেছেন বলে ধারণা করা হচ্ছে। 

করোনাকালে সীমান্তে বিভিন্ন বিধিনিষেধ সত্ত্বেও মানব পাচার চলছে বালকান অঞ্চলগুলোতে। গ্রীসে আর্থিক মন্দার কারণে অনেকে ধনী দেশে চলে যেতে চান। তার সহজ রাস্তা হলো উত্তর ম্যাসাডোনিয়া। এ রুট ধরে গত আট বছরে কয়েক লাখ মানুষ রাশিয়া, বেলজিয়াম, সুইজারল্যান্ড, সুইডেন পালিয়ে গেছে। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank