বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪ || ২ জ্যৈষ্ঠ ১৪৩১ || ০৬ জ্বিলকদ ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

উত্তর কোরিয়ায় তিনদিনে করোনা শনাক্ত ৮ লাখের বেশি

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৬:৪৭, ১৫ মে ২০২২

আপডেট: ১৬:৪৮, ১৫ মে ২০২২

৪২৫

উত্তর কোরিয়ায় তিনদিনে করোনা শনাক্ত ৮ লাখের বেশি

করোনা সংক্রমণের এক নতুন অধ্যায়ের সাক্ষী হচ্ছে উত্তর কোরিয়া। গত তিনদিনের মধ্যে দেশটিতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ২০ হাজার। 

রোববার (১৫ মে) নতুন করে আরও ১৫ জন জ্বরে আক্রান্ত হয়ে মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএে এক প্রতিবেদনে বলেছে, দেশটিতে এখন পর্যন্ত ৪২ জন মারা গেছেন এবং ৮ লাখ ২০ হাজার ৬২০ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ ছাড়া ৩ লাখ ২৪ হাজার ৫৫০ জন চিকিৎসাধীন রয়েছে। চলমান পরিস্থিতিকে ‘মহাবিপর্যয়’ বলে ঘোষণা করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন।

উত্তর কোরিয়ায় টিকাবিহীন জনসংখ্যার মধ্যে রোগের বিস্তার ধীর করতে কোয়ারেন্টিনের ওপর জোর দেওয়া হয়েছে। কিন্তু তারপরও দেশটিতে এখন প্রায় প্রতিদিনই বিপুল সংখ্যক নতুন কেস শনাক্ত হচ্ছে।

এর আগে গত বৃহস্পতিবার উত্তর কোরিয়া নিশ্চিত করে যে, রাজধানী পিয়ংইয়ংয়ে অত্যন্ত সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। এরপরেই দেশব্যাপী লকডাউনের ঘোষণা দেন কিম জং উন।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্পটলাইট বিভাগের সর্বাধিক পঠিত